Nabanna Scholarship 2025
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ত্রান্ততহবিল থেকে বছরে এককালীন 10000 টাকা দেওয়া হয়। এই স্কলারশিপ বহুদিন থেকে চালু রয়েছে, এই স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি 2023 সাল থেকে প্রথম শুরু হয়। নবান্ন স্কলারশিপ এর মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদের যাদের পারিবারিক আয় 1 লক্ষ 20 হাজার এর নিচে তাদেরকে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়।
Nabanna Scholarship 2025 কারা আবেদন করতে পারবে?
এই nabanna scholarship 2025 eligibility criteria যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ক্লাস একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের 50% এর বেশি নম্বর এবং 60% এর কম নম্বর থাকতে হবে শুধুমাত্র তারাই এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিকে যারা 350 থেকে 419 নম্বর এর মধ্যে পেয়েছো তারা শুধুমাত্র নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে। এবং উচ্চমাধ্যমিকে যারা 50% এর বেশি নম্বর এবং 60% এর কম নম্বর অর্থাৎ 250 থেকে 299 নম্বর এর মধ্যে পেয়েছো তারা শুধুমাত্র নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে।
Nabanna Scholarship 2025 আবেদন করার জন্য কি ডকুমেন্টস লাগবে?
নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-
- মার্কশিট।
- আধার কার্ড।
- পাসপোর্ট সাইজ কালার ফটোকপি।
- নিজস্ব ব্যাংক একাউন্ট
- ইনকাম সার্টিফিকেট
- MLA/MP Recommendation Letter
- Self Declaration Form
- অবশেষে মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
Nabanna Scholarship 2025 আবেদন প্রক্রিয়া
অফলাইনে আবেদন করার জন্য www.cmrf.wb.gov.in ওয়েবসাইট থেকে nabanna scholarship form pdf ডাউনলোড করে সম্পূর্ণ ফিলাপ করে ওপরের প্রয়োজনীয় ডকুমেন্ট মার্কশিট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ কালার ফটোকপি, নিজস্ব ব্যাংক একাউন্ট , ইনকাম সার্টিফিকেট, MLA/MP Recommendation Letter, Self Declaration Form দিয়ে নবান্নে জমা করতে হবে।
নবান্ন স্কলারশিপ ফর্ম ডাউনলোড - Click Here
অনলাইন আবেদন www.cmrf.wb.gov.in ওয়েবসাইট থেকে করতে পারবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে তোমার মোবাইল নম্বর ওই মেইল আইডি দিয়ে একটি প্রোফাইল ক্রিয়েট করবে এরপর অনলাইন এপ্লিকেশন ফর্মটি ওপেন করবে সেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ডাটা এন্ট্রি করবে এবং এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলি পিডিএফ আপলোড করলে আবেদন হয়ে যাবে।
আবেদন করার পর এই ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করতে পারবে টাকা কবে ঢুকবে।
প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "wb nabanna scholarship 2025" আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস, শেয়ার করলাম, এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment