
[HS Bengali MCQ Suggestion 2023]
কবিতা:
ক্রন্দনরতা জননীর পাশে MCQ & SAQ প্রশ্ন-
1. 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতার কবি কে?
উত্তর- মৃদুল দাশগুপ্ত।
2. 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর- ধানক্ষেত কাব্যগ্রন্থ।
3. 'ক্রন্দনরতা জননীর পাশে' বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর- মাতৃভূমি বা কবি তাঁর স্বদেশ কে বলছেন।
4. 'ক্রন্দনরতা জননীর পাশে'- কবিতাটি কয়টি স্তবক রয়েছে?
উত্তর- চারটি স্তবক।
5. 'আমি কি তাকাবো আকাশের দিকে'- কবি কেন আকাশের দিকে তাকাবে?
উত্তর- বিধির বিচার চাওয়ার জন্য।
6. 'আমি তা পারি না' কবি কি পারেন না?
উত্তর- অন্যায়, অবিচার দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারেনা।
7. 'আমি তা পারি না' কে পারেন না?
উত্তর- কবি মৃদুল দাশগুপ্ত।
8. 'যা পারি কেবল/সেই কবিতায় জাগে' কবি কি জাগার কথা বলেছেন?
উত্তর- কবির বিবেক জাগার কথা বলেছেন।
9. 'ক্রন্দনরতা' শব্দটির অর্থ কি?
উত্তর- যে মেয়ে বা নারী কাঁদছে।
10. 'ক্রন্দনরতা জননীর পাশে'- কবিতাটিতে কবি কোথায় থাকতে চান?
উত্তর- ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চান।
শূন্যস্থান পূরণ করো:-
11. 'নিহত ভাইয়ের শবদেহ দেখে / নাই যদি হয় ..............'
উত্তর- ক্রোধ।
12. 'কেন তবে লেখা,কেন গান গাওয়া, কেন তবে ..............'
উত্তর- আঁকাআঁকি।
13. 'কেন ভালবাসা, কেন বা সমাজ, কীসের .........'
উত্তর- মূল্যবোধ।
14. 'মূল্যবোধ'- বলতে কবি কি বুঝিয়েছেন?
উত্তর- কবির মানবিকতা।
15. 'যে মেয়ে নিখোঁজ' - নিখোঁজ মেয়েকে কোথায় খুঁজে পাওয়া গেলো? কি অবস্থায় খুঁজে পাওয়া গেল?
উত্তর- নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে খুঁজে পাওয়া গেলো। ছিন্নভিন্ন অবস্থায়।
16. 'আমি কি তাকাবো আকাশের দিকে'- এ কথা কবি কেন বলেছেন?
উত্তর- কবি সেই সময় ঈশ্বরের বা বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারেনা।
17. 'আমার ........, আমার বারুদ'
উত্তর- বিবেক।
18. 'আমার বিবেক আমার বারুদ' ........ আগে?
উত্তর- বিস্ফোরণের আগে।
19. 'ক্রন্দনরতা জননীর পাশে' না থাকলে কবির কি অর্থহীন মনে হয়েছে?
উত্তর- কবির লেখালেখি।
20. 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কি জেগে ওঠে?
উত্তর- কবির বিবেক।
প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "Krondonrota Jononir Pashe" কবিতা থেকে যে সমস্ত mcq & saq গুরুত্বপূর্ন প্রশ্ন আসবে তা শেয়ার করলাম, এছাড়াও এর পাশাপাশি আপনাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তাহলে যে ধরণের প্রশ্ন আসুক আপনারা লিখতে পারবেন।
No comments:
Post a Comment