learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Thursday, July 28, 2022

ক্রন্দনরতা জননীর পাশে MCQ & SAQ সাজেশন 2023 // Krondonrota Jononir Pashe Class 12 MCQ & SAQ Suggestion 2023 // উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2023

  learningtips.in       Thursday, July 28, 2022
আমরা সকলেই জানি যে বাংলা আমাদের মাতৃভাষা তাই অনেকেই এই বাংলা বিষয়ে ঠিক বেশি প্রাধান্য বা গুরুত্ব সহকারে পড়াশোনা করিনা। কিন্তু এই উচ্চমাধ্যমিক বাংলা কবিতা  "ক্রন্দনরতা জননীর পাশে MCQ & SAQ সাজেশন" কবিতার লাইন থেকে আসে। তাই আমরা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য "Krondonrota Jononir Pashe Class 12 MCQ & SAQ Suggestion 2023" নিয়ে আলোচনা করবো। এই ক্রন্দনরতা জননীর পাশে MCQ & SAQ সাজেশন তোমরা ঠিক মন দিয়ে পড়াশোনা করো তাহলে 2023 সালে উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষায় প্রশ্ন গুলো 100% কমন পাবে।krondonrota jononir pashe mcq
[HS Bengali MCQ Suggestion 2023]
কবিতা:
ক্রন্দনরতা জননীর পাশে MCQ & SAQ প্রশ্ন-
1. 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতার কবি কে?
উত্তর- মৃদুল দাশগুপ্ত।
2. 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর- ধানক্ষেত কাব্যগ্রন্থ।
3. 'ক্রন্দনরতা জননীর পাশে' বলতে কাকে বোঝানো হয়েছে? 
উত্তর- মাতৃভূমি বা কবি তাঁর স্বদেশ কে বলছেন। 
4. 'ক্রন্দনরতা জননীর পাশে'- কবিতাটি কয়টি স্তবক রয়েছে?
উত্তর- চারটি স্তবক।
5. 'আমি কি তাকাবো আকাশের দিকে'- কবি কেন আকাশের দিকে তাকাবে? 
উত্তর- বিধির বিচার চাওয়ার জন্য। 
6. 'আমি তা পারি না' কবি কি পারেন না? 
উত্তর- অন্যায়, অবিচার দেখে বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারেনা। 
7. 'আমি তা পারি না' কে পারেন না?
উত্তর- কবি মৃদুল দাশগুপ্ত।
8. 'যা পারি কেবল/সেই কবিতায় জাগে' কবি কি জাগার কথা বলেছেন?
উত্তর- কবির বিবেক জাগার কথা বলেছেন।
9. 'ক্রন্দনরতা' শব্দটির অর্থ কি?
উত্তর- যে মেয়ে বা নারী কাঁদছে।
10. 'ক্রন্দনরতা জননীর পাশে'- কবিতাটিতে কবি কোথায় থাকতে চান?
উত্তর- ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চান। 
শূন্যস্থান পূরণ করো:-
11. 'নিহত ভাইয়ের শবদেহ দেখে / নাই যদি হয় ..............'
উত্তর- ক্রোধ।
12. 'কেন তবে লেখা,কেন গান গাওয়া, কেন তবে ..............'
উত্তর- আঁকাআঁকি।
13. 'কেন ভালবাসা, কেন বা সমাজ, কীসের .........'
উত্তর- মূল্যবোধ।
14. 'মূল্যবোধ'- বলতে কবি কি বুঝিয়েছেন?
উত্তর- কবির মানবিকতা। 
15. 'যে মেয়ে নিখোঁজ' - নিখোঁজ মেয়েকে কোথায় খুঁজে পাওয়া গেলো? কি অবস্থায় খুঁজে পাওয়া গেল? 
উত্তর- নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে খুঁজে পাওয়া গেলো। ছিন্নভিন্ন অবস্থায়।
16. 'আমি কি তাকাবো আকাশের দিকে'- এ কথা কবি কেন বলেছেন? 
উত্তর- কবি সেই সময় ঈশ্বরের বা বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারেনা। 
17. 'আমার ........, আমার বারুদ'
উত্তর- বিবেক। 
18. 'আমার বিবেক আমার বারুদ' ........ আগে?
উত্তর- বিস্ফোরণের আগে।
19. 'ক্রন্দনরতা জননীর পাশে' না থাকলে কবির কি অর্থহীন মনে হয়েছে?
উত্তর- কবির লেখালেখি।
20. 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কি জেগে ওঠে? 
উত্তর- কবির বিবেক। 
প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "Krondonrota Jononir Pashe" কবিতা থেকে যে সমস্ত mcq & saq গুরুত্বপূর্ন প্রশ্ন আসবে তা শেয়ার করলাম, এছাড়াও এর পাশাপাশি আপনাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তাহলে যে ধরণের প্রশ্ন আসুক আপনারা লিখতে পারবেন।
Share Post


logoblog

Thanks for reading ক্রন্দনরতা জননীর পাশে MCQ & SAQ সাজেশন 2023 // Krondonrota Jononir Pashe Class 12 MCQ & SAQ Suggestion 2023 // উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন 2023

Previous
« Prev Post

No comments:

Post a Comment