learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Wednesday, August 7, 2024

বহুরূপী গল্প সুবোধ ঘোষ MCQ & SAQ || মাধ্যমিক বাংলা বহুরূপী গল্প সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর !!

  learningtips.in       Wednesday, August 7, 2024
বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ দশম শ্রেণীর বাংলা সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। মাধ্যমিক বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ থেকে বহুবিকল্পভিত্তিক, অতিসংক্ষিপ্ত প্রশ্ন গুলো আগামী Madhyamik Examination 2025 পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা Madhyamik Bengali Suggestions 2025 দেবে, বাংলা বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ Class 10 Bengali Question and Answer গুলো আসার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। এই সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 100% কমন পরবে।
Madhyamik bengali suggestions 2025


মাধ্যমিক বাংলা বহুরূপী গল্প সংক্ষিপ্ত প্রশ্নোত্তর // বহুরূপী গল্প সুবোধ ঘোষ MCQ // Class 10 Bengali Question and Answer


1.'খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো । অন্যদিকে যাও।' কথা বলেছে –

(A) ভবতোষ
(B) অনাদি
(C) কাশীনাথ
(D) জনৈক বাসযাত্রী

উত্তর:- (C) কাশীনাথ 

2. বাসের ড্রাইভারের নাম ছিল –

(A) ভবতোষ
(B) অনাদি
(C) কাশীনাথ
(D) জগদীশ

উত্তর:- (C) কাশীনাথ

3. প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল—

(A) একজন কাপালিক
(B) একজন সন্ন্যাসী
(C) একজন বাইজি
(D) একটি পাগল

উত্তর:- (C) একজন বাইজি

4. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল—

(A) আট টাকা দশ আনা
(B) আট টাকা তিন আনা
(C) দশ টাকা আট আনা
(D) তিন টাকা আট আনা

উত্তর:- (A) আট টাকা দশ আনা

5. শহরে যারা নতুন এসেছে , তারা –

(A) বেশ বিরক্ত হয়
(B) ভয়ে কেঁদে ফেলে
(C) দু – চোখ বড়ো করে তাকিয়ে থাকে
(D) হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে

উত্তর:- (C) দু – চোখ বড়ো করে তাকিয়ে থাকে

6. দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল—

(A) ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজে
(B) পুলিশ সেজে
(C) স্কুলের মাস্টারমশাই সেজে
(D) বাউল সেজে

উত্তর:- (B) পুলিশ সেজে

7. লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে ক – টি ছেলেকে ধরেছিলেন , তার সংখ্যা হল –

(A) পাঁচ
(B) চার
(C) আট
(D) ছয়

উত্তর:- (B) চার

8. নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন—

(A) জগদীশবাবু
(B) ড্রাইভার কাশীনাথ
(C) হরিদা
(D) স্কুলের মাস্টারমশাই

উত্তর:- (D) স্কুলের মাস্টারমশাই

9. জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন ?

(A) উদার
(B) কৃপণ
(C) কপট
(D) বিকৃত

উত্তর:- (B) কৃপণ

10. বিরাগীর ঝোলার ভিতর যে – বইটি ছিল , সেটি হল— 

(A) গীতা
(B) কোরান
(C) মহাভারত
(D) উপনিষদ

উত্তর:- (A) গীতা

11. জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল—

(A) বারো লক্ষ টাকার
(B) কুড়ি লক্ষ টাকার
(C) আঠারো লক্ষ টাকার
(D) এগারো লক্ষ টাকার

উত্তর:- (D) এগারো লক্ষ টাকার

12. রাগ হল এক ধরনের—

(A) অনুভূতি
(B) প্রবৃত্তি
(C) রিপু
(D) আচরণ

উত্তর:- (C) রিপু

13. লেখকের কানের কাছে ফিশফিশ করে যে – বলেছিল — ‘ না না , হরিদা নয় । হতেই পারে না । ‘ তার নাম হল –

(A) ভবতোষ
(B) জগদীশ
(C) সুবোধ
(D) অনাদি

উত্তর:- (A) ভবতোষ

14. বিরাগী আসলে ছিলেন –

(A) হরিদা
(B) জগদীশবাবু
(C) সন্ন্যাসী
(D) পাগল

উত্তর:- (A) হরিদা

15. সন্ন্যাসী সারাবছর খেতেন—

(A) একটি বেল
(B) একটি আমলকী
(C) একটি বহেড়া
(D) একটি হরীতকী

উত্তর:- (D) একটি হরীতকী

16. 'সে ভয়ানক দুর্লভ জিনিস' — দুর্লভ জিনিসটি হল—

(A) সন্ন্যাসীর আশীর্বাদ
(B) সন্ন্যাসীর সান্নিধ্য
(C) সন্ন্যাসীর উপদেশ
(D) সন্ন্যাসীর পদধূলি

উত্তর:- (D) সন্ন্যাসীর পদধূলি

17. বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল –

(A) ক্ষমা
(B) অশ্রু
(C) জ্যোৎস্না
(D) ক্রোধ

উত্তর:- (C) জ্যোৎস্না

18. হরিদা পেশায় ছিলেন –

(A) দারোয়ান
(B) বহুরূপী
(C) অভিনেতা
(D) পুলিশ

উত্তর:- (B) বহুরূপী

19. হরিদার জীবনজুড়ে ছিল –

(A) ভয়ানক আপত্তি
(B) বিচিত্র ছদ্মবেশ
(C) করুণ আবেদন
(D) নাটকীয় বৈচিত্র্য

উত্তর:- (D) নাটকীয় বৈচিত্র্য

20. 'বাসের যাত্রীরা কেউ হাসে , কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত ।'— বাসযাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ –

(A) বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে
(B) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার
(C) হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন
(D) কাপালিক সেজে এলেও হরিদা কোনো পয়সা নেন না

উত্তর:- (B) বহুরূপী হরিদার পাগলের সাজটা চমৎকার


বহুরূপী (গল্প) সুবোধ ঘোষ দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন // Madhyamik Examination 2025 // মাধ্যমিক বাংলা বহুরূপী গল্প অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর // বহুরূপী গল্প সুবোধ ঘোষ SAQ


1. তীর্থযাত্রা সম্পর্কে বিরাগীর অভিমত কী ছিল ?

উত্তর:- জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশো টাকা দিতে চাইলে বিরাগী বলেন , মানুষের অন্তরেই ঈশ্বরের বাস , সকল তীর্থের মিলনস্থল । তাই আলাদাভাবে তীর্থদর্শনের প্রয়োজনীয়তা নেই 

2. জগদীশবাবুকে বিরাগী কী উপদেশ দেন ?

উত্তর:- বিরাগী জগদীশবাবুকে বলেন , ধন – জন – যৌবন আসলে মোহময় বঞ্চনা । মন – প্রাণ দিয়ে একজনের আপন হতে চেষ্টা করলে সৃষ্টির সব ঐশ্বর্যই লাভ করা যায় ।

3. পরমসুখ বলতে বিরাগী কী বুঝিয়েছেন ?

উত্তর:- ‘ বহুরূপী ‘ গল্পে বিরাগীর মতানুসারে , সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই ‘ পরমসুখ ’ লাভ করা যায় ।

4. 'চমকে ওঠে ভবতোষ ।' — ভবতোষের চমকে ওঠার কারণ কী ?

উত্তর:- হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে , হরিদাই আসলে বিরাগী । তখন তারা চমকে ওঠে।

5. ' তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে ।' -বক্তা কোন্ প্রসঙ্গে উক্তিটি করেছেন ?

উত্তর:- এক্ষেত্রে বক্তা হলেন হরিদা । জগদীশবাবু বিরাগী – বেশী হরিদাকে প্রণামী দিতে গেলে তিনি তা নেন না । কারণ সে বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে তাতে অভিনয়ের ঢং নষ্ট হয় ।

6. 'অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না । হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে ?

উত্তর:- জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা অবলীলায় ফেরত দিয়ে দেন বিরাগী – রূপী হরিদা । অভাবের সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়াকেই হরিদার ভুল বলা হয়েছে ।

7. জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীটি কত দিন ছিলেন ?

উত্তর:- সুবোধ ঘোষের ‘ বহুরূপী ‘ গল্প অনুসারে , উঁচু দরের সন্ন্যাসীটি জগদীশবাবুর বাড়িতে সাত দিন ছিলেন ।

8. জগদীশবাবুর বাড়িতে আসা ‘ উঁচু দরের সন্ন্যাসী ‘ – টি কোথায় থাকেন ?

উত্তর:- 'বহুরূপী' গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে আসা উঁচু দরের সন্ন্যাসী ‘ টি হিমালয়ের গুহাতে থাকেন ।

9. 'একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় ।' -কেন ধমক দিয়েছিল ?

উত্তর:- সুবোধ ঘোষের 'বহুরূপী' গল্পের হরিদা একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে পাগল সেজে , হাতে থান ইট তুলে নিয়ে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন । তখন ভীত ও আতঙ্কিত যাত্রীরা চেঁচিয়ে ওঠায় বাসের ড্রাইভার কাশীনাথ তাঁকে থামতে বলে ধমক দিয়েছিল ।

10. 'একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধর্মকে দেয় ।' – ধমক দিয়ে কী বলেছিল ?

উত্তর:- 'বহুরূপী' হরিদার পাগলামি দেখে বাসযাত্রীরা ভীত ও আতঙ্কিত হয়ে পড়ায় ড্রাইভার কাশীনাথ বলেছিল , ‘ খুব হয়েছে হরি , এই বার সরে পড়ো । অন্যদিকে যাও ।

11.'বহুরূপী ' গল্প অনুসারে লেখা সারাবছর সন্ন্যাসী কী খান ?

উত্তর:- সুবোধ ঘোষের 'বহুরুপী' গল্পের জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারাবছরে শুধু একটি হরীতকী খান , তা ছাড়া আর কিছুই খান না ।

12. নইলে আমি শান্তি পাব না- বক্তা কী না – হলে শান্তি পাবেন না ।

উত্তর:- সুবোধ ঘোষের ‘ বহুরুপী ‘ গল্পে জগদীশবাবু বিরাগীর বেশধারী হরিদাকে কিছু উপদেশ শুনিয়ে যাওয়ার অনুরোধ করে বলেছিলেন যে , না হলে তিনি শান্তি পাবেন না।

13. ' অনাদি বলে— এটা কী কাণ্ড করলেন হরিদা ?' এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে।

উত্তর:- 'বহুরূপী' গল্প অনুসারে বিরাগীর বেশধারী হরিদাকে দেখে মুগ্ধ হয়ে জগদীশবাবু তাকে খাঁটি সন্ন্যাসী ভেবে একশো এক টাকা দিতে চাইলে বিরাগী – রূপী হরিদা তা হেলায় ফেলে দিয়ে চলে আসেন । এখানে সেই কাণ্ডের কথাই বলা হয়েছে ।

14. 'কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা'– হরিদার পেশা কী ছিল ?

উত্তর:- সুবোধ ঘোষের ' বহুরূপী' গল্পের নায়ক হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে সামান্য রোজগার করে ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন । এটাই তার পেশা ।

15. ' চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা —'লোকটা কে ?

উত্তর:- প্রশ্নে উদ্ধৃত অংশে ‘ লোকটা ‘ বলতে সুবোধ ঘোষের ‘ বহুরূপী ‘ গল্পের নায়ক হরিদাকে বোঝানো হয়েছে ।

16. জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন ?

উত্তর:- সুবোধ ঘোষের ' বহুরূপী' গল্প অনুসারে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন । তখন সন্ন্যাসী নতুন খড়ম পরার জন্য বাধ্য হয়ে পা এগিয়ে দিয়ে তা পরলেন ; আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়ে নিলেন ।

17. পুলিশ সেজে হরিদা কী করেছিল ?

উত্তর:- 'বহুরূপী' গল্প অনুসারে হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন । তারপর স্কুলের মাস্টারমশাই এসে ক্ষমা চেয়ে আট আনা ঘুষ দেওয়ায় নকল পুলিশ হরিদা তাদের ছেড়ে দেন ।

18. 'হরিদার জীবন এইরকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে ।'— কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ?

উত্তর:- হরিদা পেশায় ছিলেন বহুরূপী । তিনি কখনও পাগল সাজতেন , কখনও বাউল , কখনও কাপালিক , আর কখনও – বা বোঁচকা কাঁধে কাবুলিওয়ালা । এইরকম বহুরূপীর খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ।

19. 'সে ভয়ানক দুর্লভ জিনিস'— সেই বস্তুটিকে দুর্লভ বলার কারণ কী ?

উত্তর:- সুবোধ ঘোষের ‘ বহুরূপী ‘ গল্পের সন্ন্যাসী , জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি । তাই সেই বস্তুটিকে দুর্লভ বলা হয়েছে ।

20. 'কী অদ্ভুত কথা বললেন'— অদ্ভুত কথাটি কী ?

উত্তর:- 'বহুরূপী' গল্প অনুসারে বিরাগী – রূপী হরিদা , জগদীশবাবুর কাছে টাকা না – নেওয়ার প্রসঙ্গে বলেছিলেন যে , সন্ন্যাসী সেজে টাকা নিলে তার ঢং নষ্ট হয়ে যাবে । এখানে এ কথাটিকেই অদ্ভুত বলা হয়েছে ।

21. হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কী ?

উত্তর:- সুবোধ ঘোষের ‘ বহুরুপী ‘ গল্পের নায়ক হরিদার পেশাই হল । বহুরূপী সেজে সামান্য রোজগারকে সম্বল করে অম্লের সংস্থান করা । এটাই তাঁর জীবনের নাটকীয় বৈচিত্র্য ।

22. ' হরিদার কাছে আমরাই গল্প করে বললাম' - 'আমরা' বলতে এখানে কাদের বোঝানো হয়েছে ?

উত্তর:- উদ্ধৃতিটি সুবোধ ঘোষের 'বহুরূপী' গল্পের অংশ । এখানে 'আমরা' বলতে স্বয়ং গল্পকার ও তাঁর বন্ধু ভবতোষ , অনাদি ছাড়াও অন্যদের বোঝানো হয়েছে ।

23. হরিদার কাছে লেখক ও তাঁর বন্ধুরা কী গল্প করেছিলেন ?

উত্তর:- হিমালয়ের এক উঁচুদরের সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে সাত দিন ছিলেন । তাঁর বয়স হাজার বছরেরও বেশি । তিনি বছরে একটি মাত্র হরীতকী খান । সেই গল্পই লেখক ও তাঁর বন্ধুরা করেছিলেন ।

24. 'আক্ষেপ করেন হরিদা'– হরিদার এই আক্ষেপের কারণ কী ছিল ?

উত্তর:- হরিদা জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর মাহাত্ম্যের কথা শুনে তাঁর পায়ের ধুলো নিতে চান । কিন্তু সন্ন্যাসী চলে যাওয়ায় হরিদার সেই ইচ্ছা আক্ষেপে পরিণত হয় ।

25. ' বাঃ , এ তো বেশ মজার ব্যাপার ! ' — মজার ব্যাপারটি কী ?

উত্তর:- মজার ব্যাপারটি হল সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তাঁর পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দিলেন । সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন ।

26. 'গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা ।' – হরিদার গম্ভীর হওয়ার কারণ কী ?

উত্তর:- সর্বস্বত্যাগী সন্ন্যাসী সোনার বোল লাগানো কাঠের খড়ম ও একশো এক টাকা পেয়ে তৃপ্তির হাসি হাসেন । এ কথা শুনে হরিদার বিশ্বাস । টলে যায় । তিনি গম্ভীর হয়ে যান ।

27. ' কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় ।' — কোন ধরনের কাজের কথা বলা হয়েছে ?

উত্তর:- অভাবী হরিদা ইচ্ছে করলেই কোনো অফিসে বা দোকানে একটা কাজ পেতে পারতেন । কিন্তু ঘড়ি ধরে নিয়ম করে রোজ একটা চাকরি করা , হরিদার না – পসন্দ ছিল ।

28. চকের বাস স্ট্যান্ডে বহুরূপী হরিদা কী রূপে হাজির হয় ?

উত্তর:- কটকটে লাল চোখ , মুখ থেকে লালা ঝরছে , কোমরে ছেঁড়া কম্বল , গলায় টিনের কৌটোর মালা ঝোলানো এক পাগলের ছদ্মবেশে চকের বাস স্ট্যান্ডে হাজির হন হরিদা ।

29. ' খুব হয়েছে হরি , এইবার সরে পড়ো । অন্যদিকে যাও / – কে , কেন কথাটি বলেছেন ?

উত্তর:- একদিন দুপুরে চাকের বাস স্ট্যান্ডে হরিদা পাগলের ছদ্মবেশে হাতে থান ইঁট নিয়ে বাসে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন । সেই প্রেক্ষিতেই বাস ড্রাইভার কাশীনাথের এই উক্তি ।

30. "এবার মারি তো হাতি, লুঠি তো ভান্ডার।" – কে একথা এবং কেন বলেছিল?

উত্তর:- বহুরূপী সেজে হরিদা একবারে অনেক বেশি অর্থ উপার্জন করতে চেয়েছিলেন।

প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "বহুরূপী গল্প সুবোধ ঘোষ MCQ & SAQ" গুরুত্বপূর্ন সেই প্রশ্নোত্তর শেয়ার করলাম, যদি এই Madhyamik Bengali suggestion 2025 প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে বহুরূপী গল্প সুবোধ ঘোষ MCQ & SAQ Madhyamik Examination 2025 লিখতে পাড়বে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading বহুরূপী গল্প সুবোধ ঘোষ MCQ & SAQ || মাধ্যমিক বাংলা বহুরূপী গল্প সংক্ষিপ্ত ও অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর !!

Previous
« Prev Post

1 comment: