learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Friday, January 13, 2023

রাষ্ট্রবিজ্ঞান MCQ & SAQ সাজেশন 2023 || Political science class 12 MCQ & SAQ suggestions

  learningtips.in       Friday, January 13, 2023
বর্তমানে উচ্চমাধ্যমিক সংসদের রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল  পরীক্ষার পদ্ধতি এবং নম্বর বিভাজন অনুযায়ী পরীক্ষার MCQ & SAQ সাজেশন। তাই ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান MCQ & SAQ ফাইনাল সাজেশন 2023 নিয়ে আলোচনা করবো। এই Political science MCQ & SAQ suggestions তোমরা ঠিক মন দিয়ে পড়াশোনা করো, তাহলে 2023 সালে political science class 12 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারবে।
Political science class 12 suggestion

রাষ্ট্রবিজ্ঞান MCQ & SAQ  সাজেশন 2023 || Political science class 12  MCQ & SAQ suggestions-

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক
  • পররাষ্ট্রনীতি
  • সম্মিলিত জাতিপুঞ্জ

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক MCQ & SAQ সাজেশন 2023 প্রশ্নোত্তর - 


1. ঠান্ডা যুদ্ধের সূচনা হয়-
উত্তর:- 1945 খ্রিস্টাব্দে।
2. ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল -
উত্তর:- মতাদর্শগত বিরোধ। 
3. ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষের নাম -
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট ও সোভিয়েত রাশিয়া।
4. ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে?
উত্তর:- বার্নাড বারুচ।
5. ঠান্ডা লড়াই কে "গরম যুদ্ধ" বলে চিহ্নিত করছেন ______ ?
উত্তর:- বার্নেট।
6. NATO গঠিত হয় ____ খ্রিস্টাব্দে?
উত্তর:- 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। 
7. কত খ্রিস্টাব্দে বান্দু্ং সম্মেলন অনুষ্ঠিত হয়? 
উত্তর:- 1955 খ্রিস্টাব্দে 18 থেকে 24 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দু্ং শহরে বান্দু্ং সম্মেলন অনুষ্ঠিত হয়।
8. সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর:- 1956 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট দেখা দেয়। 
9. জোট নিরপেক্ষতার ধারনার জন্ম হয় ____?
উত্তর:- ভারতে। 
10. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক কে? 
উত্তর:- জওহরলাল নেহরু।
11. মার্শাল পরিকল্পনাকে উদ্দেশ্য কি ছিল?
উত্তর:- অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটা জোট গঠন করা মার্শাল পরিকল্পনাকে উদ্দেশ্য।
12. দাতাঁত বলতে কী বোঝ?
উত্তর:- দাতাঁত একটি ফরাসি শব্দ, যার অর্থ হল, "একে অপরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা"।
13. NATO -এর পুরো কথা কী?
উত্তর:- NATO এর পুরো কথা হল - North Atlantic Treaty Organisation।
14. NAM -এর পুরো কথা কী?
উত্তর:- non Alignment Movement।
15. মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর:- মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন গামাল আবদেল নাসের। 

পররাষ্ট্রনীতি MCQ & SAQ  সাজেশন 2023 প্রশ্নোত্তর - 


1. ভারতের পররাষ্ট্রনীতির জনক–?
উত্তর:- জওহরলাল নেহরু।
2. 'The Making of Foreign Policy ' গ্রন্থটির লেখক কে? 
উত্তর:- জোসেফ ফ্র্যাঙ্কেল।
3. ভারত - পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- 1972 খ্রিস্টাব্দে?
4. সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? 
উত্তর:- ভারত ও পাকিস্তানের মধ্যে। 
5. ভারত ও পাকিস্তান কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয় _____খ্রিস্টাব্দে?
উত্তর:- 1999 খ্রিস্টাব্দে?
6. ভারতের পরমাণু নীতির মূল কথা কি?
উত্তর:- No First Strike 
7. সার্ক প্রতিষ্ঠিত হয় _____খ্রিস্টাব্দে?
উত্তর:- 1985 খ্রিস্টাব্দে?
8. বর্তমানে সার্ক-এর সদস্য সংখ্যা হল?
উত্তর:- 8 টি। 
9. 'পঞ্চশীল' চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- 1958 খ্রিস্টাব্দে।
10. কোন রাষ্ট্র সার্কের সদস্য নয়?
উত্তর:- চিন। 

সম্মিলিত জাতিপুঞ্জ MCQ & SAQ  সাজেশন 2023 প্রশ্নোত্তর- 

1. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি?
উত্তর:- জাতিসংঘ বা লিগ অফ নেশনস্। 
2. জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্যে লেখো? 
উত্তর:- জাতিপুঞ্জের দুটি উদ্দেশ্যে হল- যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা। মানুষের মানবিক অধিকার ও মৌল স্বাধীনতাগুলি প্রতিষ্ঠা ও রক্ষা করা। 
3. বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা মোট সদস্য সংখ্যা কত?
উত্তর:- 193টি।
4. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
উত্তর:- সাধারণ সভার বার্ষিক অধিবেশন প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বসে। 
5. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর:- 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর।
6. আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত?
উত্তর:- আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা- 15 জন। 
7. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তর:- আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
8. WHO-এর পুরো কথা কি? 
উত্তর:- World Health Organisation।
9. IMF -এর পুরো কথা কি? 
উত্তর:- International Monetary Fund।
10. অছি ব্যবস্থা কি? 
উত্তর:- স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলে সম্মিলিত জাতিপুঞ্জ ওইসব অঞ্চলকে স্বাধীনতা প্রদানের যে ব্যবস্থা করে তাকে অছি ব্যবস্থা বলে। 

প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "Political science class 12 MCQ & SAQ suggestions"  গুরুত্বপূর্ন সেই প্রশ্নোত্তর শেয়ার করলাম, যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, সম্মিলিত জাতিপুঞ্জ থেকে 20 নম্বরের MCQ & SAQ লিখতে পাড়বে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading রাষ্ট্রবিজ্ঞান MCQ & SAQ সাজেশন 2023 || Political science class 12 MCQ & SAQ suggestions

Previous
« Prev Post

2 comments: