প্রথমে আমরা mcq প্রশ্নোত্তর গুলো আলোচনা করবো।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সংক্ষিপ্ত (MCQ) প্রশ্ন উত্তর 2025
1. 'ঠান্ডা লড়াই' শব্দটি প্রথম প্রয়োগ করেন?
(a) বার্নার্ড বারুচ (b) টুম্যান (c) চার্চিল (d) গর্বাচেভ।
উঃ (a) বার্নার্ড বারুচ
2. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা হল-
(a) 10 (b) 15 (c) 20 (d) 25
উঃ (b) 15
3. বর্তমানে সার্ক'-এর সদস্যসংখ্যা হল-
(a) 7 (b) 8 (c) 9 (d) 10
উঃ (b) 8
4. 'সার্ক'-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-(a) ঢাকায় (b) কলম্বোতে (c) দিল্লিতে (d) ইসলামাবাদে।
উঃ (a) ঢাকায়।
5. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়-
(a) ভারত ও বাংলাদেশের মধ্যে (b) ভারত ও ভুটানের মধ্যে (c) ভারত ও রাশিয়ার মধ্যে (d) ভারত ও চিনেরমধ্যে।
উঃ(d) ভারত ও চিনের মধ্যে।
6. সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন্ খ্রিস্টাব্দে?
(a) 1948 (b) 1950 (c) 1955 (d) 1960
উঃ (b) 1950
7. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল -(a) লোকসভা (b) রাজ্যসভা (c) সেনেট (d) জনপ্রতিনিধি সভা
উঃ (c) সেনেট
8. এককক্ষবিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল-(a) গ্রেট ব্রিটেন (b) চিন (c) ভারত (d) মার্কিন যুক্তরাষ্ট্র।
উঃ (b) চিন৷
9. “ন্যায়বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার।”—এ কথা বলেছেন-
(a) লর্ড ব্রাইস (b) ফ্রাংকলিন (c) গেটেল (d) মার্কস।
উঃ (a) লর্ড ব্রাইস।
10. লোকসভার সর্বাধিক সদস্যসংখ্যা হল-
(a) 530 (b) 545 (c) 550 (d) 552
উঃ (d) 552
11. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়-(a) 1947 খ্রিস্টাব্দে (b) 1973 খ্রিস্টাব্দে (c) 1977 খ্রিস্টাব্দে (d) 1982 খ্রিস্টাব্দে।
উঃ (b) 1973 খ্রিস্টাব্দে।
12. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন-
(a) সপারিষদ মেয়র (b) মেয়র (c) ডেপুটি মেয়র (d) মন্ত্রী।
উঃ (b) মেয়র।
13. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন-(a) ইন্দিরা গান্ধি (b) সুকর্নো (c) মার্শাল টিটো (d) জওহরলাল নেহরু।
উঃ (d) জওহরলাল নেহরু।
14. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
(a) 1919 খ্রিস্টাব্দে (b) 1920 খ্রিস্টাব্দে (c) 1939 খ্রিস্টাব্দে (d) 1945 খ্রিস্টাব্দে।
উঃ (c) 1939 খ্রিস্টাব্দে।
15. 'ন্যাটো' গঠিত হয় কার উদ্যোগে।
(a) মার্কিন যুক্তরাষ্ট্রের (b) সোভিয়েত ইউনিয়নের (c) ব্রিটেনের (d) ভারতের।
উঃ (a) মার্কিন যুক্তরাষ্ট্রের।
16. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল-Pলর্ডসভা (b) কমন্সসভা (c) সেনেট (d) লোকসভা।
উঃ (b) কমন্সসভা৷
17. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা হল-(a) 4 (b) 5 (d) 6 (d) 7
উঃ (b) 5
18. ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র-
(a) সাধারণ সভার (b) আন্তর্জাতিক আদালতের (c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের (d) অছি পরিষদের।
উঃ(c) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।
19. "স্পিরিট অব দ্য লজ" গ্রন্থটির রচয়িতা কে?(a) মার্কস (d) হেগেল (c) হবস (d) মন্তেস্কু
উঃ (d) মন্তেস্কু।
20. ভারত-পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে?
(a) 1965 খ্রিস্টাব্দে (b) 1972 খ্রিস্টাব্দে (c) 1975 খ্রিস্টাব্দে (d) 1978
উঃ (b) 1972 খ্রিস্টাব্দে।
21. উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় -
(a) পাকিস্তানে (b) বাংলাদেশে (c) গ্রেট ব্রিটেনে (d) ভারতে।
উঃ (c) গ্রেট ব্রিটেনে।
22. ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন-
(a) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি (b) লোকসভার স্পিকার (c) রাষ্ট্রপতি (d) উপরাষ্ট্রপতি।
উঃ (c) রাষ্ট্রপতি।
23. রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল-
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর।উঃ (c) 6 বছর।
24. পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়-
(a) সভাপতি (b) মন্ত্রী (c) কাউন্সিলার (d) ম্যাজিস্ট্রেট।
উঃ (c) কাউন্সিলার।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অতিসংক্ষিপ্ত (SAQ) প্রশ্নোত্তর 2025
1. বরো কমিটি কীভাবে গঠিত হয়?
উত্তর- তিন লক্ষ বা তার বেশি জনসংখ্যাবিশিষ্ট পৌরসভায় বরো কমিটি থাকে। উক্ত পৌরসভারওয়ার্ডগুলিকে পাঁচটি বরোতে ভাগ করা হয়। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বরো কমিটি গঠিত হয়।
3. ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে-কোনো দুটি লেখ'-এর নাম উল্লেখ করো।
উত্তর- 1) বন্দীপ্রত্যক্ষীকরণ এবং 2) পরমাদেশ। 4. 'জিরো আওয়ার' কাকে বলে?
উত্তর- পার্লামেন্ট বা রাজ্য আইনসভার অধিবেশনের প্রথম পর্ব বা বেসরকারি কার্যক্রম এবং দ্বিতীয় পর্ব বা সরকারী কার্যক্রমের মধ্যবর্তী সময়কালকে বলা হয় জিরো আওয়ার। বস্তুত, এর জন্য কোনো সময় বরাদ্দ থাকে না বলে এর নাম জিরো আওয়ার।
5. ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে-কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতার উল্লেখ করে।
উত্তর- রাজ্যপাল তাঁর স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন।
6. অথবা, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ?উত্তর- ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যপাল।
7. ভারতের প্রধানমন্ত্রীর যে-কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো।
উত্তর- ভারতের প্রধানমন্ত্রীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো রাষ্ট্রপতিকে তার কার্যসম্পাদনে সহায়তা করা এবং পরামর্শ দেওয়া।
8. ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন?
উত্তর- ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে, সংবিধানভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতি অপসারিত হন। তবে, অপসারণসংক্রান্ত প্রস্তাবটি পার্লামেন্টের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্য কর্তৃক সমর্থিত হতে হয়।অথবা, ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন।উত্তর- পার্লামেন্টের উভয়কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন।
9. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতির উল্লেখ করো।
উত্তর- A) বিচারবিভাগকে আইন ও শাসন বিভাগের প্রভাবমুক্ত করা; B) বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব নিশ্চিত করা।
10. স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো?
উত্তর- প্রতিযোগিতামূলক পরীক্ষার দ্বারা নিযুক্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়৷
11. এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- এককক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হল- এইরূপ আইনসভায় সুচিন্তিত আইন প্ৰণয়ন সম্ভব হয় না।
12. গান্ধিজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখো
উত্তর- A) গান্ধীজির অহিংস নীতি হলো ইতিবাচক; B) অহিংসা মানে নিষ্ক্রিয়তা নয়৷
13. গান্ধিজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর- A) সত্যাগ্রহের পথ এবং পদ্ধতি অহিংস; B) সত্যাগ্রহে দুর্বলতার কোনো স্থান নেই।
14. মার্কসবাদের যে-কোনো দুটি উৎসের উল্লেখ করো?
উত্তর- A) জার্মান ভাববাদী দর্শন। B) ব্রিটিশ অর্থশাস্ত্র।
15. দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে-কোনো দুটি সূত্রের উল্লেখ করো।
উত্তর- A) পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন; B) নেতির নেতিকরণ।
16. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো
উত্তর- UNESCO, FAO
17. ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্যের উল্লেখ করো|anar Halderউত্তর- ভারতের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো জোট নিরপেক্ষতা।
18. জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়?
উত্তর- আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় জাতীয় ক্ষমতা বলতে বোঝায় এক রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্য।
19. জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়?
উত্তর- এককথায় জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সমস্ত লক্ষ্য ও আশা-আকাঙ্ক্ষার সমষ্টিকে বোঝায় যেগুলি পূরণ করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে।
20. সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1956 সালে।
21. কিউবার সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1962 সালে৷
22. বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?উত্তর- 1961 সালে।
23. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো?
উত্তর- বর্তমান একমেরু-বিশ্বে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনের বিশেষ ভূমিকাআছে।
24. সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
উত্তর- প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে।
স্নেহের ছাত্র/ছাত্রীরা, এই HS Political Science Suggestion 2025 তোমাদের Final পরীক্ষায় Political Science MCQ and SAQ Suggestion 2025, যদি তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো বারবার পড়ো, তাহলে 100% সফলতা পাবে এর পাশাপাশি তোমাদের টেক্সট বই পড়তে হবে। আরো উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2025 পেতে আমাদের পেজটিকে Follow করো।
No comments:
Post a Comment