learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Thursday, September 15, 2022

অলৌকিক গল্প MCQ & SAQ প্রশ্ন সহ উত্তর || Aloukik golpo MCQ & SAQ question answer || hs bengali suggestion 2023

  learningtips.in       Thursday, September 15, 2022
উচ্চমাধ্যমিক বাংলা পরীক্ষায় ভারতীয় গল্পের মধ্যে অলৌকিক গল্প বিখ্যাত। এই গল্পটি লিখেছেন, "কর্তার সিং দুগ্‌গাল"। তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা সাজেশন অলৌকিক গল্প mcq & saq প্রশ্ন খুঁজতে চাইছো। আজকে এই প্রতিবেদনে অলৌকিক গল্প থেকে নেওয়া সমস্ত ইউনিক প্রশ্নোত্তর পাবে। Alokik Golpo Question & Answer 2023 পরীক্ষার জন্য এই প্রশ্ন গুলো যদি তোমরা ঠিক ভাবে পড়ো তাহলে HS Bengali suggestion এর মধ্যে 100% কমন পাবেন।
Aloukik golpo MCQ & SAQ queries

[Aloukik golpo mcq question answer 2022]
অলৌকিক গল্প MCQ প্রশ্নোত্তর-

1. অলৌকিক গল্পটির লেখক কে?
উত্তর :- কর্তার সিং দুগ্‌গাল।
2. গুরু নানকের শিষ্য নাম কি ছিল?
উত্তর :- মর্দানা।
3. পাথর সরানোর পথে মর্দানা কি দেখতে পেয়েছিল?
উত্তর :- জলের ঝরনা।
4. হাসান আবদালের বর্তমান নাম কি? 
উত্তর :- পাঞ্জা সাহেব।
5. 'উনি রীতিমতো হতভম্ব'- উনি কে?
উত্তর :- বলী কান্ধারি। 
6. 'গল্পটা শুনে বেশ ভালো লাগছিল।'- গল্পটা কি?
উত্তর :- বলী কান্ধারির গল্প।
7. 'সাকা' কথার অর্থ কি?
উত্তর :- মহৎ আদর্শের জন্য আত্মবলিদান।
8. 'গল্পটা মনে পড়লেই হাসি পেত' - গল্পটা কি?
উত্তর :- গড়িয়ে পড়া পাথর থামানোর গল্প। 
9. 'চোখের জলটা তাদের জন্য' - তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? 
উত্তর :- যারা খিদে তেষ্টায় কাতর দেশবাসীর জন্য রুটি-জল পৌঁছে দিয়েছিল।
10. বলী কান্ধারি ছিলেন একজন ____?
উত্তর :- দরবেশ।
11. যে ধ্বনি উচ্চারণ করে গড়িয়ে পড়া পাথরকে থামিয়ে দিয়েছিলেন গুরু নানক'- সেই ধ্বনি টি কি? 
উত্তর :- জয় নিরঙ্কার।
12. কোথায় গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়ে ছিলেন?
উত্তর :- পাঞ্জাসাহেব।
13. 'সেকালে ঘন ঘন ‘সাকা' হত।'- "সাকা" কি? 
উত্তর :- মহৎ কাজে প্রাণ বলিদান।
14. হাসান আবদালের বর্তমান নাম কি?
উত্তর :- পাঞ্জাসাহেব।
15. 'এটা অসম্ভব।' – "অসম্ভব" ব্যাপারটি কি?
উত্তর :- হাত দিয়ে পাথর থামানো।

[Aloukik golpo saq question answer 2022]
অলৌকিক গল্প SAQ প্রশ্নোত্তর -

1. গুরু নানক ও মর্দানা হাসান আব্দালের জঙ্গলে যাওয়ার সময় সেখানকার প্রকৃতি পরিবেশ কেমন ছিল?
উত্তর :- গুরু নানক ও মর্দানা যখন হাসান আব্দালের জঙ্গল পার হচ্ছিলেন তখন ধু-ধু বালি আর বড়ো বড়ো পাথরের চাঁই পড়েছিল চারিদিকে এবং প্রচণ্ড গনগনে রোদের তাপে চারপাশের গাছপালা শুকিয়ে গিয়েছে।
2. "ওর কাছে জল পেতে পার।" কার কাছে? তাঁর জলের প্রয়োজন হয়েছিল কেন?
উত্তর :- পাহাড়ের চুড়োয় বলী কান্ধারী নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন। তার কাছেই জল আছে, মর্দানার তেষ্টা মেটাবার জন্য জলের প্রয়োজন হয়েছিল।
3. "চোখের জলটা তাদের জন্য" - এখানে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর :- যারা জীবনের পরোয়া না করে, ট্রেন থামিয়ে খিদে তেষ্টায় কাতর দেশবাসীর জন্য রুটি-জল পৌঁছে দিয়েছিল, এখানে বক্তা তাদের কথা বলা হয়েছে।
4. 'দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কার' ধ্বনি দিতে বলেন, দৃশ্যটি কী?
উত্তর :- গুরু নানকের ওপর ক্ষিপ্ত হয়ে বলী কান্ধারী পাহাড়ের চূড়া থেকে একটি পাথরের চাঙড় নীচের দিকে নামিয়ে দিয়েছিলেন। সেই পাথরের চাঙর নানকের ওপর পড়লে তিনি মারা যাবেন। এখানে পাথর ফেলার দৃশ্যটির কথা হয়েছে।
5. তাকে সামনের পাথরটা তুলতে বললেন। - পাথরটা তোলার পর কী দেখা গিয়েছিল?
উত্তর :- পাথরটি তোলার পর তার তলায় ঝরনার জল দেখা গিয়েছিল।
6. হাসান আব্দালের নাম 'পাঞ্জাসাহেব।' কেন হলো? 
উত্তর :- ক্ষিপ্তবলী কান্ধারীর গড়ানো পাথর গুরু নানক হাত দিয়ে থামিয়েছিলেন। ওই পাথরে গুরু নানকের হাতের ছাপ আজও রয়েছে, তাই হাসান আব্দালের নাম হয়েছে 'পাঞ্জাসাহেব'। 
7. "সাকা"- সাকা হলে কী কী নিয়ম পালন করতে হতো?
উত্তর :- সাকা হলে বাড়িতে অরন্ধন চলত আর মেঝেতে শুতে হতো।
8. 'মর্দানা শুনেই ছুটে গেল।' - মর্দানা কোথায় ছুটে গেল?
উত্তর :- মর্দানা বলী কান্ধারীর কাছে জলের জন্য ছুটে গেল।
9. 'খবরটা পেয়ে সবাই খুব উত্তেজিত।' - তাঁরা উত্তেজিত কেন? 
উত্তর :- ক্ষুধার্ত কয়েদিদের নিয়ে ট্রেন কোথাও থামবেনা, এই খবর পেয়ে সবাই উত্তেজিত হয়েছিল।
10. ট্রেনটা থামার পর কী ঘটেছিল?
উত্তর :- ট্রেন থামার পর ট্রেন লাইনে শুয়ে থাকা অন্যরা 'জয় নিরঙ্কার' ধ্বনি দিচ্ছিল, তারপর লাশগুলিকে দুমড়ে মুচড়ে ট্রেন পিছোতে লাগলো এবং রক্তের স্রোত বয়ে যায় খালপাড়ের সেতুর দিকে।

প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "Aloukik golpo MCQ & SAQ question answer 2023" যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন সেই প্রশ্নোত্তর শেয়ার করলাম, এছাড়াও এর পাশাপাশি আপনাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তাহলে যে ধরণের প্রশ্ন আসুক আপনারা লিখতে পারবেন। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading অলৌকিক গল্প MCQ & SAQ প্রশ্ন সহ উত্তর || Aloukik golpo MCQ & SAQ question answer || hs bengali suggestion 2023

Previous
« Prev Post

No comments:

Post a Comment