learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Friday, November 4, 2022

SVMCM : স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ 2022-23 || কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? জেনে নিন বিস্তারিত!!

  learningtips.in       Friday, November 4, 2022

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ 2022-23 আবেদন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই svmcm বা Swami Vivekananda Scholarship (SVMCM) 2022-23 আর্থিক বছরে Renewal Application বা পুনরায় আবেদন করতে পারবে HS, UG Honors, PG, Medical, Engineering, Nursing, Paramedical, Diploma, PG (All Courses) ছাত্র ও ছাত্রীরা। তাই তোমরা যারা এই svmcm স্কলারশিপ আবেদন করতে চাইছো এই প্রতিবেদনে সমস্ত তথ্য শেয়ার করবো, যা আপনাকে সঠিক ভাবে আবেদন  করতে সাহায্য করবে।

how to renewal svmcm scholarship


svmcm স্কলারশিপ করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন?
svmcm স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ 2022-23 আবেদন করতে যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো -

  • আধার কার্ড।
  • ভোটার আইডি।
  • রেশন কার্ড।
  • শেষ পরীক্ষার মার্কশীট।
  • নিজেস্ব-ঘোষনাপত্র (Self Declaration Form)।
  • মাধ্যমিক পরীক্ষার এডমিড কার্ড।
  • M.L.A সুপারিশপত্র (M. L.A Recommendation Copy)
  • ইনকাম সার্টিফিকেট।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফন্ট পেজ জেরক্স কপি।
  • পাসপোর্ট সাইজ কালার ফটো।
  • বর্তমান কোর্সে ভর্তির বিবরণ বা রশিদ।
  • রেজিস্টার মোবাইল নম্বর।
  • নিজস্ব ইমেইল আইডি।

svmcm বা Swami Vivekananda Scholarship সম্পূর্ণ আবেদন পদ্ধতি -
svmcm স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ 2022-23 আবেদন বা svmcm renewal করতে -

  • প্রথমে আপনাকে banglaruchchashiksha.wb.gov.in ওয়েবসাইটে SVMCM বাটনে দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপর তথ্য আপলোড করতে হবে। সেই সমস্ত তথ্যগুলি হল-
  • মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট
  • শেষ বোর্ড/ কাউন্সিল/ কলেজ/ বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট
  • পারিবারিক আয়ের শংসাপত্র যা জয়েন্ট বিডিও/ বিডিও (গ্রামীণ এলাকায়)/ এক্সিকিউটিভ অফিসার (মিউনিসিপালিটি)/ ডেপুটি কমিশনার (কর্পোরেশন)/ গেজেটেড অফিসারের কাছ থেকে নিতে হবে (কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।
  • বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার আইডি/ ভোটার আইডি/ রেশন কার্ড/ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে শংসাপত্র।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফন্ট পেজ জেরক্স কপি।
  • ভর্তির রসিদ।

অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here

আরো বিশদে জানতে ও আবেদন করতে- এই ওয়েবসাইটে - banglaruchchashiksha.wb.gov.in 

SVMCM Scholarship ক্লিক করুন।

হেল্পলাইন: 1800-102-8014
Email: helpdesk.svmcm-wb@gov.in

এই Swami Vivekananda Scholarship বা svmcm অবেদন করতে ছাত্র ও ছাত্রীরা
HS, UG Honors, PG, Medical, Engineering, Nursing, Paramedical, Diploma, PG (All Courses) 60% নম্বর থাকলে আপনি আবেদন করতে পারবেন।

Share Post


logoblog

Thanks for reading SVMCM : স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ 2022-23 || কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? জেনে নিন বিস্তারিত!!

Previous
« Prev Post

No comments:

Post a Comment