learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Tuesday, January 10, 2023

দুধ পুলি পিঠা বানানোর সহজ উপায় // দুধ পুলি পিঠা বানানোর রেসিপি // Dudh Puli Pitha Recipe in Bengali

  learningtips.in       Tuesday, January 10, 2023
এই শীতের দিনে দুধ পুলি পিঠা নাম মনে পড়লেই মুখে জল আসে। আপনি যদি "Dudh Puli Pitha Recipe" খুজতে চাইছেন তাহলে এই প্রতিবেদনটি আপানার জন্য। 
Dudh Puli Pitha Recipe in Bengali

আজকে আমারা জানাবো যে কিভাবে শীতকালে খেজুরের গুড় ও দুধ দিয়ে সুস্বাদু দুধ পুলি পিঠা তৈরি করবেন? নিজের বাড়ির জন্য বা আত্মীয়দের বাড়িতে পিঠা দেওয়ার জন্য, Dudh Puli Pitha বানানোর এই রেসিপি টিপস ব্যবহার করেন তাহলে পিঠা হবে সুস্বাদু ও নরম তুলতুলে। 

দুধ পুলি পিঠা বানানোর উপকরণ*

দুধ দিয়ে পুলি পিঠা বানানোর জন্য কিছু উপকরণ বা জিনিস প্রয়োজন সেগুলো -
  1. চালের গুড়ো। 
  2. জল। 
  3. চিনি।
  4. নারিকেল।
  5. সামান্য পরিমাণ তেল।
  6. লবঙ্গ ও এলাচ।
  7. দুধ।
  8. খেজুর গুড়। 
এছাড়াও আপনি অল্প পরিমাণে ময়দা ব্যবহার করতে পারেন, যাতে পিঠা নরম তুলতুলে হয়। 

Dudh Puli Pitha Recipe in Bengali || দুধ পুলি পিঠা বানানোর প্রণালি*

দুধ পুলি পিঠা বানানোর জন্য আপনাকে- 
  • প্রথমে গরম জল তৈরী করুন, সেই জলের মধ্যে 3 চা চামচ চিনি ও 2 চা চামচ তেল এবং চালের গুড়ো দিয়ে নাড়ুন।
  • চালের গুড়ো ভালো করে মিশিয়ে, হালকা শুকনো এলে উনুন থেকে নামিয়ে নিন।
  • অন্য পাত্রে তেল গরম করে সামান্য লবঙ্গ ও এলাচ এবং নারিকেল গুড়ো দিন। 5-7 মিনিট মৃদু আঁচে রেখে দিন। গুড় দিয়ে গলে না যাওয়া পর্যন্ত নাড়াতে থাকুন। ভালো ভাবে মিশ্রণ হলে উনুন থেকে নামিয়ে নিন।
  • এরপর ওই চালের গুড়োর মিশ্রণ দুই হাত দিয়ে গোল করে পুরির মতো আকৃতি বানান।
  • এবার নারিকেলের মিশ্রণ দিয়ে ভাঁজ করে আটকে দিন।
  • এখন আপনাকে দুধ ও প্রয়োজন মতো চিনি একটি পাত্রে ঘন করে জ্বাল দিতে হবে। দুধ গরম হলে এবার পিঠা দিয়ে দিন। 
  • কয়েক মিনিট উনুনে মৃদু আঁচে রেখে নামিয়ে নিন পাত্র। 
এখন আপনার সুস্বাদু ও নরম তুলতুলে দুধ পুলি পিঠা তৈরি পরিবেশন করার জন্য।
Share Post


logoblog

Thanks for reading দুধ পুলি পিঠা বানানোর সহজ উপায় // দুধ পুলি পিঠা বানানোর রেসিপি // Dudh Puli Pitha Recipe in Bengali

Previous
« Prev Post

No comments:

Post a Comment