কবিতা
মাধ্যমিক বাংলা সাজেশন (কবিতা) || Madhyamik Bengali Suggestion 2023 -
অসুখী একজন কবিতা -
অসুখী একজন কবিতার যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন :-
1. "অসুখী একজন" কবিতায় কে? কেন অসুখী তা কবিতা অবলম্বনে উল্লেখ করো।
2. "শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না"। মেয়েটি কে? কোন প্রসঙ্গে এই বক্তব্য? বক্তব্যটির তাৎপর্য লেখো?
3. "তারপর যুদ্ধ এল" -এখানে "তারপর" বলতে কী বোঝানো হয়েছে? যুদ্ধ কীভাবে ঘটল? যুদ্ধ এলে কী কী হয়?
4. "যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা" - অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের তাৎপর্য বিশ্লেষণ করো?
5."তারপর যুদ্ধ এলো"- 'যুদ্ধ' ভয়ঙ্কর রূপ এর পরিচয় দাও?
Madhyamik Bengali Suggestion 2023 || আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন :-
1. "পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে"। পৃথিবীর বাঁচা মরা কবিতায় যে রুপ প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।
2. "তবু তো কজন আছি বাকি"- এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো?
3. "আমাদের মাথায় বোমারু"- 'বোমারু' কথার অর্থ কি? আমাদের মাথায় বোমারু তাৎপর্য বিশ্লেষণ করো?
4. "আমাদের চোখমুখ ঢাকা / আমরা ভিখারি বারোমাস"- কারা? কেন বারোমাস ভিখারি?
5. "এমনই ইতিহাস" কোন ইতিহাসের কথা বলা হয়েছে তা উল্লেখ করো?
Madhyamik Bengali Suggestion 2023 || আফ্রিকা কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন :-
1. "সেখানে নিভৃত অবকাশে তুমি"- 'তুমি' কে? নিভৃত অবকাশে বলতে কী বোঝানো হয়েছে?
2. "হায় ছায়াবৃতা" - 'ছায়াবৃতা' বলার কারণ কী? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে আলোচনা করো?
3. "অপরিচিত ছিল তোমার মানবরূপ"- তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার রূপ অপরিচিত ছিল কেন? সেই মানবরূপের পরিচয় দাও।
4. "চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত বাংলাে"- তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত বাংলাের তাৎপর্য দাও?
5. "নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে" যাদের বলতে কাদের বলা হয়েছে? তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ ব্যাখ্যা করো?
Madhyamik Bengali Suggestion 2023 || অভিষেক কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন :-
1. "কাপিলা লঙ্কা, কাপিলা জলধি"- এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো?
2. "নাদিলা কর্বুরদল হেরি বীরবরে, মহাগর্ভে" 'কবূরদল' শব্দের অর্থ কী? তাদের এমন আচরণের কারণ ব্যাখ্যা করো?
3. "ঘুচাব ও অপবাদ, বধি রিপুকুলে"- বক্তা কে? বক্তার এরূপ মন্তব্যের কারন কী তা আলোচনা করো?
4. "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া"- কাকে 'মহাবাহু' বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কী?
5. "সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি"- কে? কেন 'সসৈন্য সজ্জিত' হয়েছিলেন ব্যাখ্যা করো?
Madhyamik Bengali Suggestion 2023 || প্রলয়োউল্লাস কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন :-
1. "আসছে নবীন, জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন" উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
2. "ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়"- 'নূতনের কেতন' বলতে কবি কী বুঝিয়েছেন তা নিজের ভাষায় লেখো?
3. “"প্রলয় বয়েও আসছে হেসে"- উদ্ধৃতাংশটির কবি কে? প্রলয় বয়েও কারা , কেন হাসছে?
4. "কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর"- কবি কাল ভয়ংকর কাকে বলেছেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো?
5. 'প্রলয়োল্লাস' কবিতায় কবি প্রলয়ের মধ্যে দিয়ে যে উল্লাস অনুভব করেছেন তা সংক্ষেপে আলোচনা করো?
Madhyamik Bengali Suggestion 2023 | অস্ত্রের বিরুদ্ধে গান থেকে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন :-
1. "অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে"- অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কিভাবে প্রতিষ্ঠিত করেছে? অস্ত্র কিসের প্রতীক তা আলোচনা করো?
2. "গানের বর্ম আজ পড়েছি গায়ে"- কে এই 'বর্ম' গায়ে পড়েছে? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো?
3. গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে কবিতা অম্বলম্বনে সংক্ষেপে আলোচনা করো?
4. "মাথায় কত শকুন বা চিল"- 'শকুন বা চিল' বলতে কবি কি বুঝিয়েছেন?
5. "আমার শুধু একটা কোকিল"- বক্তা কে? বক্তার কোকিল শব্দটি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো?
Madhyamik Bengali Suggestion 2023 || সিন্ধুতীরে কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ন :-
1. সিন্ধুতীরে কবিতায় প্রধান দুই চরিত্র, পদ্মা ও পদ্মাবতীর পরিচয় দাও?
2. রূপে অতি রম্ভা যিনি- রম্ভা কে ? তার রূপের বর্ণনা করো ?
3. "পঞ্চকন্যা পাইলা চেতন"- 'পঞ্চকন্যা' কে? তারা কিভাবে চেতন লাভ করেছিল?
4. সিন্ধুতীরে কবিতা অবলম্বনে সমুদ্র কন্যার আচার-আচরণ ব্যাখ্যা করো?
5. "সিন্ধুতীরে রহিছে মাঞ্জস"- 'মাঞ্জস' শব্দের অর্থ কি? তা কে দেখতে পেয়েছিল? তাঁর দেখতে পাওয়ার কারণ কি?
প্রিয় ছাত্র ছাত্রীরা "Madhyamik Bengali Suggestion 2023" এই ফাইনাল পরীক্ষায় বাংলা কবিতা থেকে বাছাই করা এই প্রশ্ন গুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের প্রশ্ন গুলির উত্তর রেডি করতে হবে এবং ভালো ভাবে পড়াশুনা করতে হবে।
No comments:
Post a Comment