learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Friday, December 9, 2022

Instagram : ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর সহজ উপায় || how to get more followers on Instagram

  learningtips.in       Friday, December 9, 2022
ইন্টারনেট দুনিয়ার মোবাইল এর মধ্যে Instagram আ্যপ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এখন প্রায় আমরা সবাই কমবেশি প্রত্যেকেই ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহার করে থাকি। তাই আমাদের নতুন ইনস্টাগ্রাম (Instagram) এ ফলোয়ার সংখ্যা ও খুবই কম থাকে। ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যা কিন্তু ইনস্টাগ্রামে অটো ফলোয়ার বৃদ্ধি খুব দ্রুত আপনারা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারবেন।
instagram follower

এই how to get more followers on Instagram অনেকে জানেন না। তাই আমরা আজকের প্রতিবেদনে কিভাবে Instagram ফলোয়ার বাড়ানো যায় তা সহজ উপায় ও টিপস গুলো শেয়ার করবো, যদি আপনি এই টিপস গুলো ফলো করেন সেক্ষেত্রে আপনারা Instagram account খুব সহজেই আপনার Instagram followers বাড়াতে পারবেন।ইনস্টাগ্রামে followers বাড়ানোর কিছু সহজ উপায় স্টেপ বাই স্টেপ শেয়ার করবো।

ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর সহজ উপায় // how to get more followers on Instagram

1. প্রতিনিয়ত (Regular Post) পোস্ট আপলোড-
আপনার Instagram Account কেন ফলো করবে? আপনাকে আপনার ক্রিয়েটিভিটি বা প্রতিভা দেখাতে হবে তবেই আপনাকে follow করবে। আপনি যেকোনো রিলেটেড বিভিন্ন পোস্ট আপনাকে কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপলোড করতে হবে। যদি আপনি আজকে 1 টি পোস্ট করেন, তাঁর পর 15 দিন পর আর একটি পোস্ট করলেন এমন করলে কিন্তু "Instagram followers" বাড়বে না। তাই আপনাকে সঠিক সময়ে পোস্ট করতে হবে।

2. আপনার profile optimize your bio কিভাবে দেবেন-
আপনার profile optimize your bio এর জন্য কম পক্ষে 150টি শব্দের একটি ইনস্টাগ্রাম বায়ো লিখুন ( আপনি কে, আপনার কি সম্পর্কে অভিজ্ঞ, এবং আপনি কি ভবিষ্যতে নতুন কিছু করতে চাইছেন) এমন ভাবে আপনাকে profile bio দিতে হবে সেগুলো থেকে ভিজিটর লাইক করে। 
instagram follower

3. সঠিক পোস্টে সঠিক captions কিভাবে দেবেন-
আপনি যে কোন একটা পোস্ট করছেন সেই পোস্টে সঠিক Instagram captions সেই রিলেটেড কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ সেই post সম্পর্কিত কিছু  captions লিখতে হবে।
আপনাকে post এর captions লেখার পাশাপাশি কিছু ফটো কিছু ইমোজির সাথে একটি সুন্দর quality কনটেন্ট পোস্ট  করতে হবে, যাতে ভিজিটর বা অডিয়েন্স উপকৃত পায়। 

4. প্রত্যেকটা পোস্টে সঠিক hashtags ব্যবহার-
যখন আপনি কোনও ফটো ভিডিও post করবেন, সেটার সম্পর্কে কিছু হ্যাশট্যাগ (hashtags) ব্যবহার করবেন। এই হ্যাশট্যাগ (hashtags) ব্যবহার করলে আপনার profile ভিজিটর বা অডিয়েন্স বেশি হবে। এছাড়াও আপনার Instagram Account প্রোফাইল Bio তে হ্যাশট্যাগ (hashtags) ব্যবহার করতে পারেন।

5.নিজের voice and create unique content তৈরি করুণ-
এখন সোশ্যাল মিডিয়াতে unique content এবং নিজেদের voice দিয়ে অনেক কমিটি ভিডিও আপলোড করছে যেটা খুব তাড়াতাড়ি Viral হয়, ও শেয়ার হয়। তাই আপনাকে আপনার Instagram Account প্রোফাইলে যে সমস্ত পোস্ট গুলো পাবলিক করবেন সেগুলো Funny, Informative, এবং motivation দেওয়া যাবে এমন unique content create করতে হবে। 

6.Instagram Account লিংক শেয়ার-
আপনার যদি ওয়েবসাইট (blooger website) বা ইউটিউব (Youtube) চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেখানে আপনার Instagram Account লিংক শেয়ার করবেন। ইউটিউব (Youtube) চ্যানেলটিতে ভিডিও তে Instagram Account লিংক দেবেন ও তার পাশাপাশি ডেসক্রিপশন বক্সে Instagram Account প্রোফাইল এর লিংক শেয়ার করবেন।
instagram follower

7. Instagram story পোস্ট করুণ-
আপনারা Instagram story তে কোন ভিডিও বা ফটো আপলোড করার সময় Like & Follow লিখবেন। যাতে আপনার যারা story দেখে Like Follow করে। এছাড়াও আপনি রবিবার Live এসে Communicate করতে পারেন।

প্রিয় বন্ধুরা আজকে এই আর্টিকেল মাধ্যমে "how to get more followers on Instagram" সম্পর্কে বিস্তারিত, তথ্য শেয়ার করলাম, যদি এই টিপস গুলো ফলো করেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি followers বাড়বে। নতুন কিছু জানতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Instagram : ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর সহজ উপায় || how to get more followers on Instagram

Previous
« Prev Post

No comments:

Post a Comment