
Madhamik geography MCQ question 2023
1. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি?
উত্তর:- কুমেরু মহাদেশের ল্যাম্বার্ড হিমবাহ।
2. কোনো পর্বতের উঁচু অংশে জমাট বাঁধা তুষার যখন পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে প্রবাহিত হয়, তখন তাকে কি বলে?
উত্তর:- পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ।
3. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?
উত্তর:- আলাস্কার ম্যালাসপিনা।
4. পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ যখন পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নামতে নামতে পর্বতের পাদদেশে বিস্তৃত হয় তখন তাকে কি বলে?
উত্তর:- পাদদেশীয় হিমবাহ।
5. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা বা পার্বত্য হিমবাহ কোনটি?
উত্তর:- কারাকোরাম পর্বতের সিয়াচেন।
6. পৃথিবীর বৃহত্তম উপত্যকা পার্বত্য হিমবাহের কোনটি?
উত্তর:- আলাস্কার হাবার্ড বা হুবার্ড হিমবাহ।
7. হিমবাহ যখন মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করে তখন তাকে কি বলা হয়।
উত্তর:- মহাদেশীয় হিমবাহ।
8. একটি মহাদেশীয় হিমবাহের উদাহরণ দাও?
উত্তর:- কুমেরু মহাদেশের ল্যাম্বার্ড হিমবাহ।
9. ভূপৃষ্ঠের ঢাল ধরে মাধ্যাকর্ষণ টানে অতিধীর গতি সম্পন্ন পুরু বরফের স্তরকে কি বলা হয়?
উত্তর:- হিমবাহ।
10. পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ দাও?
উত্তর:- মিসিসিপি মিসৌরী নদীর বদ্বীপ।
11. হিমশৈল কতভাগ জলের ওপরে ভেসে থাকে?
উত্তর:- 1/9 ভাগ।
12. হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে হাতল যুক্ত ডেক চেয়ারের মতো ভূমিরুপ সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর:- করি।
13. 'করি' ফ্রান্সে কি নামে পরিচিত?
উত্তর:- সার্ক।
14. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি?
উত্তর:- আন্টার্টিকার 'ওয়ালকট' সার্ক।
15. দুটি সার্কের মাঝখানে তীক্ষ্ণ শীর্ষের লম্বাটে শৈলশিরাকে কি বলা হয়?
উত্তর:-অ্যারেট বা এরিটি।
16. হিমবাহের ক্ষয়কার্যের ফলে 'U' আকৃতির উপত্যকা সৃষ্টি হয় তাকে কি বলা হয়?
উত্তর:- হিমদ্রোণী।
17. নর্মদা নদীর জলপ্রপাতের নাম কি?
উত্তর:- ধুঁয়াদার, কপিলধারা।
18. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর:- কর্নাটকের ভারহি নদীর উপর কুঞ্জিকাল।
19. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর:- আ্যঞ্জেল জলপ্রপাত, ভেনেজুয়েলা।
20. নদীর পুরাতন ঢাল ও নতুন ঢালের কেন্দ্র বিন্দুকে কি বলে?
উত্তর:- নিক বিন্দু।
Madhamik geography SAQ question 2023
1. ঘোড়ার ক্ষুরের মতো দেখতে হ্রদকে কি বলা হয়?
উত্তর:- অশ্বক্ষুরাকৃতি হ্রদ।
2. নদীর সঞ্চয় কার্যের ফলে নদীর মোহনায় মাত্রাহীন 'ব' বা গ্রিক শব্দ ডেল্টার আকৃতি যে ভূমিরুপ সৃষ্টি হয় তাকে কি বলে?
উত্তর:- বদ্বীপ।
3. পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি?
উত্তর:- গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ।
4. পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কোনটি?
উত্তর:- গ্র্যান্ড ক্যানিয়ন।
5. নদীর জলপ্রপাত মাপার একক কি?
উত্তর:- কিউসেক ও কিউমেক।
6. পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি?
উত্তর:- নেপাল হিমবাহের কালীগন্ডক।
7. একটি আদর্শ নদীর উদাহরণ দাও?
উত্তর:- গঙ্গা।
8. যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে কি বলা হয়?
উত্তর:- জলবিভাজিকা।
9. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি?
উত্তর:- অ্যামাজন অববাহিকা।
10. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের নীচু স্থান গুলি উঁচু হয় তাকে কি বলে?
উত্তর:- আরোহন।
11. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উঁচু স্থান গুলি নীচু হয় তাকে কি বলে?
উত্তর:- অবরোহন।
12. বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কোনটি?
উত্তর:- সৌরশক্তি।
13. সবচেয়ে বেশি প্রভাবশালী বহির্জাত শক্তি কোনটি?
উত্তর:- নদী বা নদীর জলস্রোত।
14. ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
উত্তর:- গঙ্গানদী অববাহিকা।
15. বরফের লোব কি?
উত্তর:- পাদদেশীয় হিমবাহের অগ্রভাগটি প্রস্থে বিস্তার লাভ করে, একে বরফের লোব বলা হয়।
প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরুপ" গুরুত্বপূর্ন প্রশ্নসহ উত্তর শেয়ার করলাম, এছাড়াও এর পাশাপাশি আপনাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তাহলে যে ধরণের MCQ ও SAQ আসুক তোমরা লিখতে পারবে।
No comments:
Post a Comment