HS ABTA Test Paper 2025 Political Science MCQ & SAQ Solved || উচ্চমাধ্যমিক ABTA Test Paper 2025 রাষ্ট্রবিজ্ঞান MCQ & SAQ প্রশ্নোত্তর।
HS ABTA Test Paper 2025 Political Science MCQ Question Solved AC - 1
(1) আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি— (a) অনুন্নত দেশ, (b) উন্নয়নশীল দেশ (c) প্রভাবশালী দেশ (d) দরিদ্র দেশ।
উত্তর- (b) উন্নয়নশীল দেশ।
(2) আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ— (a) অন্বেষণ করা (b) বিশ্লেষণ করা (c) সংশ্লেষণ করা (d) অনুসরণ করা।
উত্তর- (b) বিশ্লেষণ করা।
(3) প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল— (a) প্রথম বিশ্বযুদ্ধে (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে (c) ঠাণ্ডা লড়াইয়ে (d) ভারত-পাক যুদ্ধে।
উত্তর- (c) ঠাণ্ডা লড়াইয়ে।
(4) পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হল-
(a) প্রতিবেশী রাষ্ট্রের আচরণ (b) বিশ্ব জনমত (c) বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি (d) সামাজিক ঐক্য।
উত্তর- (a) প্রতিবেশী রাষ্ট্রের আচরণ।
(5) বৈদেশিক নীতি যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হল- (a) স্বাধীন রাষ্ট্র (b) পরাধীন রাষ্ট্র (c) আশ্রিত রাষ্ট্র (d) ঔপনিবেশিক রাষ্ট্র।
উত্তর- (a) স্বাধীন রাষ্ট্র।
(6) ভারতের পররাষ্ট্র নীতি কোন্ জোটকে সমর্থন করে—
(a) জোটবদ্ধতা (b) জোটনিরপেক্ষতা (c) স্বয়ম্ভরতা (d) একমুখিতা।
উত্তর- (b) জোটনিরপেক্ষতা।
(7) সম্মিলিত জাতি পুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল-
(a) অছি পরিষদ (b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (c) নিরাপত্তা পরিষদ (d) জাতি সংঘ।
উত্তর- (d) জাতি সংঘ।
(8) 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল—
(a) 21টি (b) 50টি (c)187টি (d) 193টি।
উত্তর- (b) 50টি।
(9) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ-
(a) 2 বছর (b) 3 বছর (c) 4 বছর (d) 5 বছর।
উত্তর- (a) 2 বছর।
(10) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন?
(a) 1/3 অংশ (b) 2/3 অংশ (c) 1/2 অংশ (d) 1/6 অংশ।
উত্তর- (a) 1/3 অংশ।
(11) ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয়–
(a) ইম্পিচমেন্ট (b) ভিটো (c) কোটা (d) কোরাম।
উত্তর- (c) কোটা।
(12) ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন।
(a) রাষ্ট্রপতি (b) প্রধানমন্ত্রী (c) প্রধান বিচারপতি (d) উপরাষ্ট্রপতি।
উত্তর- (a) রাষ্ট্রপতি।
(13) ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন-
(a) রাষ্ট্রপতি (b) রাজ্যপাল (c) অ্যাটর্নি জেনারেল (d) মুখ্য কমিশনার।
উত্তর- (a) রাষ্ট্রপতি।
(14) রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল -
(a) বিধানসভা (b) বিধান পরিষদ (c) লোকসভা ও (d) রাজ্যসভা।
উত্তর- (b) বিধান পরিষদ
(15) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয়—
(a) 30 বছর (b) 35 বছর (c) 45 বছর (d) বয়সের কোন শর্ত নেই।
উত্তর- (d) বয়সের কোন শর্ত নেই।
(16) বিচারবিভাগীয় সমীক্ষার অধিকার আছে-
(a) সুপ্রিম কোর্টের (b) হাইকোর্টের (c) কনজিউমার কোর্টের (d) সাব-অর্ডিনেট কোর্টের।
উত্তর- (a) সুপ্রিম কোর্টের।
(17) কোন্ ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে?—
(a) 32নং ধারা (b) 226নং ধারা (c) 51 নং ধারা (d) 326নং ধারা।
উত্তর- (b) 226নং ধারা।
(18) সুপ্রিম কোর্টের আছে—
(a) মূল এলাকা (b) আপিল এলাকা (c)পরামর্শদান এলাকা (d) মূল,আপিল ও পরামর্শদান এলাকা।
উত্তর- (d) মূল,আপিল ও পরামর্শদান এলাকা।
(19) 'জাগো গ্রাহক জাগো’ প্রচারটি হল—
(a) সুপ্রিম কোর্টের (b) হাইকোর্টের (c) জেলা আদালতের (d) ক্রেতা সুরক্ষা আদালতের
উত্তর- (d) ক্রেতা সুরক্ষা আদালতের।
(20) সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন-
(a) রাষ্ট্রপতি (b) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (c) প্রধানমন্ত্রী (d) উপরাষ্ট্রপতি।
উত্তর- (b) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
(21) পঞ্চায়েত ব্যবস্থার - স্তর হল পঞ্চায়েত সমিতি।
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ।
উত্তর- (b) দ্বিতীয়।
(22) পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়—
(a) 1975 সালে (b) 1977 সালে (c) 1978 সালে (d) 1980 সালে।
উত্তর- (c) 1978 সালে।
(23) ____ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা -
(a) BDO (b) SDO (c) DM (d) PM.
উত্তর- (a) BDO।
(24) কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান –
(a) মেয়র (b) ডেপুটি মেয়র (c) কমিশনার (d) কাউন্সিলর।
উত্তর- (c) কমিশনার।
HS ABTA Test Paper 2025 Political Science SAQ Question Solved AC - 1
(1) জোট নিরপেক্ষতার মূল উৎস কি?
উত্তর- সদ্য স্বাধীন দেশগুলোর জাতীয় স্বার্থ ও নিরাপত্তা।
(2) তৃতীয় বিশ্বের দেশ কোনগুলি?
উত্তর- ভেনিজুয়েলা, ফিলিপাইন এবং মিশর।
(3) পেরেস্ত্রইকা বলতে কি বোঝো?
উত্তর- 'পেরেস্ত্রৈকা' শব্দের অর্থ হল পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে ১৯৯০ সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরেস্ত্রৈকা নামে পরিচিত। এর উদ্দেশ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো।
(4) ঠাণ্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি?
উত্তর- 'দাতাঁত' হলো ঠান্ডা লড়াই এর বিপরীতত অবস্থা৷
(5) কোন সালে ঠাণ্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে?
উত্তর- 1991 সালে।
(6) ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কি?
উত্তর- জোটনিরপেক্ষতা।
(7) প্রতিরোধ নীতির মূল প্রয়োগকর্তা কে?
উত্তর- জওহরলাল নেহরু।
(8) The Relation of Nation গ্রন্থের লেখক কে?
উত্তর- ফ্রেডারিক এইচ. হার্টম্যান
(9) SAFTA গঠনের মূল উদ্দেশ্য কি?
উত্তর- সার্ক দেশগুলির মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা।
(10) বিদেশনীতি ও কূটনৈতিক নীতির প্রধান পার্থক্য কি?
উত্তর- বৈদেশিক নীতি হল উদ্দেশ্য এবং কূটনীতি হল আন্তর্জাতিক সম্পর্কের হাতিয়ার।
(11) সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে?
উত্তর- সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ।
(12) সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি উল্লেখ কর?
উত্তর- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা।
(13) মানবাধিকার দিবসরূপে বছরের কোন দিনটি পালিত হয়?
উত্তর- ১০ ডিসেম্বর
(14) UNICEF কি?
উত্তর- জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা United Nations International Children's Emergency fund (UNICEF) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে।
(15) দ্বৈত ভেটো কি?
উত্তর- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বা 'Double Veto' বলে।
(16) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের (রাষ্ট্রদের) কোন সংস্থা নির্বাচিত করে?
উত্তর- সাধারণ পরিষদ।
(17) ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলতে কি বোঝো?
উত্তর- রাষ্ট্রপতি যখন সংসদের একটি বিলের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন ভারতের রাষ্ট্রপতির এই ভেটো ক্ষমতাকে রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলা হয়।
(18) ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
উত্তর- উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। ঐ নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ভোটপত্রের মাধ্যমে তিনি নির্বাচিত হন।
(19) ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান কে?
উত্তর- রাজ্যপাল
(20) সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকাগুলি কি কি?
উত্তর- ভারতের সুপ্রিম কোর্টের মূল, আপিল এবং পরামর্শমূলক এখতিয়ার রয়েছে।
(21) গন আদালতের কার্যাবলী কি কি?
উত্তর- সর্বোচ্চ গণ আদালতের দায়িত্ব হলো স্থানীয় আদালতগুলোর দেয়া রায়, আপিল মামলা ও আপত্তিকৃত মামলা আর সর্বোচ্চ গণ -অভিশংসক বিভাগের বিচারের তত্ত্বাবধান ব্যবস্থা অনুসারে দাখিল করা আপত্তিকৃত মামলাগুলো বিচার করা, মৃতুদন্ড পুনরায় পর্যালোচনা করা, বিভিন্ন স্তরের গণ আদালতে দেয়া রায়গুলো পর্যালোচনা করা।
(22) ভ্রাম্যমান আদালত কোথায় দেখা যায়?
উত্তর- বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে।
(23) প্রাচীন ভারতের ক্ষুদ্রতম রাজনৈতিক ব্যবস্থা কি ছিল?
উত্তর- গ্রাম পঞ্চায়েত ।
(24) গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর- গ্রাম সংসদগুলি পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটারতালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত।
(25) মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত?
উত্তর- মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কমিশনার নামে পরিচিত।
স্নেহের ছাত্র/ছাত্রীরা, এই HS ABTA Test Paper 2025 Political Science MCQ & SAQ তোমাদের Final পরীক্ষায় HS ABTA Test Paper AC 1 MCQ & SAQ ABTA Test Paper 2025 যদি তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো বারবার পড়ো, ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2024-25 তাহলে 100% সফলতা পাবে, এর পাশাপাশি তোমাদের টেক্সট বই পড়তে হবে। আরো উচ্চমাধ্যমিক ABTA Test Paper 2025 রাষ্ট্রবিজ্ঞান MCQ & SAQ Answer পেতে আমাদের পেজটিকে Follow করো।
Right answer
ReplyDelete