উচ্চমাধ্যমিক বাংলা MCQ সাজেশন 2025 // HS ABTA Test Paper 2025 Bengali MCQ Solved // উচ্চমাধ্যমিক ABTA Test Paper 2025 বাংলা MCQ প্রশ্নোত্তর
HS ABTA Test Paper 2025 Bengali MCQ Solved Page- 9
(1) “নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি এবং একটু...”-
(ক) আলসে প্রকৃতির লোক (খ) সাহসী প্রকৃতির লোক (গ) ভীরু প্রকৃতির লোক (ঘ) চালাক প্রকৃতির লোক।
উত্তর- (ক) আলসে প্রকৃতির লোক।
(2) বড়ো বাড়িতে ভাত মাছের সঙ্গে খাওয়ার জন্য কোন্ চাল রান্না হয়?—
(ক) রামশাল (খ) কনকপানি (গ) পদ্মজালি (ঘ) ঝিঙেশাল।
উত্তর- (ক) রামশাল
(3) “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল”— চৌকিদার কী পরামর্শ দিয়েছিল?-
(ক) দোকান বন্ধ করতে (খ) দাঙ্গা থামাতে (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে (ঘ) বুড়ির সেবা করতে।
উত্তর- (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে।
(4) কবি জীবনকে আমৃত্যু কীসের তপস্যা বলেছেন?–
(ক) সুখের (খ) সত্যের (গ) দুঃখের (ঘ) কঠিনের।
উত্তর- (গ) দুঃখের।
(5) “নদীর জল... পাপড়ির মত লাল।”- কীসের পাপড়ি? –
(ক) জবা ফুলের (খ) শিমূল ফুলের (গ) গোলাপ ফুলের (ঘ) মচকা ফুলের।
উত্তর- (ঘ) মচকা ফুলের।
(6) মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন?–
(ক) মাদলের শব্দ (খ) কয়লাখনির শব্দ (গ) জলস্রোতের শব্দ (ঘ) শিশির পতনের শব্দ।
উত্তর- (খ) কয়লাখনির শব্দ
(7) “গাছের সবুজটুকু শরীরে” কীসের জন্য দরকার?—
(ক) প্রসাধনের জন্য (খ) বুদ্ধির বিকাশের জন্য (গ) পুষ্টির জন্য (ঘ) আরোগ্যের জন্য।
উত্তর- (ঘ) আরোগ্যের জন্য।
(8) “যথেষ্ট রিলিফ ওয়ার্ক” না হওয়ার কারণ হল- (ক) লোকের অভাব (খ) টাকার অভাব (গ) ইচ্ছার অভাব (ঘ) সামগ্রীর অভাব।
উত্তর- (ক) লোকের অভাব।
(9) “রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ”- কার কাজ? –
(ক) বড়ো বউ (খ) ছোটো বউ (গ) পিসিমা (ঘ) মেজো বউ।
উত্তর- (ঘ) মেজো বউ।
(10) “এক জাপানি থিয়েটার মস্কোতে গিয়েছিল”– জাপানি থিয়েটারটি ছিল—
(ক) কাবুকি (খ) নো (গ) বানরাকু (ঘ) কিয়োজান।
উত্তর- ক) কাবুকি।
(11) “আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক”– পাগল কাকে বলা হয়েছে?—
(ক) কালীনাথকে (খ) প্রম্পটারকে (গ) রজনীকে (ঘ) রামব্রীজকে।
উত্তর- (ঘ) রামব্রীজকে।
(12) থিয়েটারে আসার আগে রজনীকান্ত চাকরি করতেন-
(ক) পোস্ট অফিসে (খ) কলেজে (গ) স্কুলে (ঘ) পুলিশে।
উত্তর- (ঘ) পুলিশে।
(13) রুশদেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন-
(ক) আইজেনস্টাইন (খ) রুশো (গ) প্লেটো (ঘ) আইনস্টাইন
উত্তর- (ক) আইজেনস্টাইন।
(14) “শাহাজাদি! সম্রাট নন্দিনী! মৃত্যুভয় দেখাও কাহারে”- যে নাটকের অংশ—
(ক) মেবার পতন (খ) রিজিয়া (গ) চন্দ্রগুপ্ত (ঘ) শাজাহান।
উত্তর- (খ) রিজিয়া।
(15) “দু’জনে হাত ধরাধরি করে ডানদিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান”–দু'জন কে কে? –
(ক) শম্ভু ও অমর (খ) শম্ভু ও যুবক (গ) অমর ও বৌদি (ঘ) শম্ভু ও বৌদি।
উত্তর- (ক) শম্ভু ও অমর।
(16) “স্টেশনমাস্টারের কাছে আবেদন জানানো হল।”— কীসের আবেদন জানানো হল?—
(ক) ট্রেনটাকে থামানোর (খ) ট্রেনটাকে বাতিল করার (গ) ট্রেনটাকে চালানোর (ঘ) নতুন ট্রেনের ব্যবস্থা করার।
উত্তর- (ক) ট্রেনটাকে থামানোর।
(17) “কে জিতেছিল? একলা সে?” ‘একলা’ বলতে কার কথা বলা হয়েছে?—
(ক) সিজার (খ) দ্বিতীয় ফ্রেডরিক (গ) স্পেনের ফিলিপ (ঘ) আলেকজান্ডার।
উত্তর- (খ) দ্বিতীয় ফ্রেডরিক।
(18) ‘ভূবন সোম' চলচ্চিত্রের স্রষ্টা-
(ক) তরুণ মজুমদার (খ) তপন সিংহ (গ) ঋত্বিক ঘটক (ঘ) মৃণাল সেন।
উত্তর- (ঘ) মৃণাল সেন।
(19) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একমাত্র বিজ্ঞান গ্রন্থটির নাম-
(ক) বিশ্ব পরিচয় (খ) অব্যক্ত (গ) জিজ্ঞাসা (ঘ) জীবনস্মৃতি।
উত্তর- (ক) বিশ্ব পরিচয়।
(20) বাঙালির প্রথম সার্কাসের নাম হল-
(ক) ন্যাশনাল সার্কাস (খ) ইন্টারন্যাশনাল সার্কাস (গ) অজন্তা সার্কাস (ঘ) অলিম্পিক সার্কাস।
উত্তর- (ক) ন্যাশনাল সার্কাস
(21) ‘গুগাবাবা' শব্দটি হল-
(ক) মুণ্ডমাল শব্দ (খ) অনুকার শব্দ (গ) জোড়কলম শব্দ (ঘ) পদদ্বৈত।
উত্তর- (ক) মুণ্ডমাল শব্দ।
(22) বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন-
(ক) নোয়াম চমস্কি (খ) জর্জ গ্রিয়ার্সন (গ) ফের্দিনা সোস্যুর (ঘ) ব্লুমফিল্ড।
উত্তর- (ঘ) ব্লুমফিল্ড।
HS ABTA Test Paper 2025 Bengali MCQ Solved Page- 25
(1) ‘নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে’–
(ক) যা ঘটেছে তা ভুলে যেতে (খ) অফিসের কাজে মন বসাতে (গ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না (ঘ) সংসারে মন দিতে।
উত্তর- (গ) এভাবে দেশের লোককে বাঁচানো যায় না।
(2) ‘মৃত্যুঞ্জয়ের ধূলিমলিন সিল্কের জামা এখন’–
(ক) নতুন হয়েছে (খ) অদৃশ্য হয়েছে (গ) ছিঁড়ে গেছে (ঘ) পরিচ্ছন্ন হয়েছে।
উত্তর- (খ) অদৃশ্য হয়েছে।
(3) থুথুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো-
(ক) চিটচিটে তুলোর কম্বল (খ) ছেঁড়া কাপড় (গ) নোংরা চাদর (ঘ) দামী শাল।
উত্তর- (ক) চিটচিটে তুলোর কম্বল।
(4) ‘কনকপানি’ চালের ভাত খান-
(ক) বড়বাবু (খ) পিসিমা (গ) মেজবাবু (ঘ) ছোটবাবু৷
উত্তর- (ক) বড়বাবু।
(5) উচ্ছবকে বড় উতলা করে কী?—
(ক) বাদার চালের গন্ধ (খ) বউ-ছেলেমেয়েদের কথা (গ) ফুটন্ত ভাতের গন্ধ (ঘ) যজ্ঞ শেষে ভাত পাবার আশা।
উত্তর- গ) ফুটন্ত ভাতের গন্ধ।
(6) ‘মেঘমদির মহুয়ার দেশ” আছে—
(ক) অনেক, অনেক দূরে (খ) নিবিড় অরণ্যে (গ) প্রান্তরের শেষে (ঘ) খুব, খুব কাছে।
উত্তর- (ক) অনেক, অনেক দূরে।
(7) ‘শহরের অসুখ হাঁ করে' কী খায়?-
(ক) সবুজ (খ) ধোঁয়া (গ) ধুলো (ঘ) বাতাস।
উত্তর- (ক) সবুজ।
(8) ‘রক্তের অক্ষরে দেখিলাম' কী দেখলেন? –
(ক) আপনার জগৎ (খ) আপনার স্বপ্ন (গ) আপনার রূপ (ঘ) আপনার বেদনা।
উত্তর- (গ) আপনার রূপ।
(9) ‘আমি তা পারি না”- কবি কী পারেন না— (ক) ছবি আঁকতে (খ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ থাকতে (গ) গান গাইতে (ঘ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ না থাকতে।
উত্তর- (খ) অন্যায়-অবিচার দেখে চুপচাপ থাকতে।
(10) ‘এর নাম হওয়া উচিত’–
(ক) হাসির নাটক (খ) 'অভাব' নাটক (গ) বিভাব নাটক (ঘ) একাঙ্ক নাটক।
উত্তর- (খ) 'অভাব' নাটক।
(11) দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল—
(ক) তরবারি (খ) জ্বলন্ত ধূপকাঠি (গ) জ্বলন্ত মোমবাতি (ঘ) আতরদান।
উত্তর- (গ) জ্বলন্ত মোমবাতি।
(12) ‘কাল্পনিক যুদ্ধ’-এর মৃত্যুকে নাট্যকার বলেছেন–
(ক) অস্বাভাবিক মরা (খ) খুব রোমান্টিক (গ) অদ্ভুত মরা (ঘ) ইসথেটিক মরা।
উত্তর- (ঘ) ইসথেটিক মরা।
(13) রামব্রীজকে রজনীবাবু কত টাকা বক্শিশ দিয়েছিলেন?–
(ক) এক টাকা (খ) দুই টাকা (গ) তিন টাকা (ঘ) চার টাকা।
উত্তর- (গ) তিন টাকা
(14) হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়—
(ক) অন্ন চাই, গৃহ চাই (খ) চাল চাই, কাপড় চাই (গ) ফ্যান চাই, ভাত চাই (ঘ) অন্ন চাই, ‘অন্ন চাই।
উত্তর- (খ) চাল চাই, কাপড় চাই।
(15) ‘Lifes but a walking shadow’ উদ্ধৃতিটির উৎস-
(ক) ওথেলো (খ) ম্যাকবেথ (গ) হ্যামলেট (ঘ) কিংলিয়র।
উত্তর- (খ) ম্যাকবেথ।
(16) ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন-
(ক) অনিন্দ্য সৌরভ (খ) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় (গ) শঙ্খ ঘোষ (ঘ) উৎপল কুমার বসু।
উত্তর- (গ) শঙ্খ ঘোষ।
(17) ‘আমাদের সমস্ত ঘটনা শোনালেন’– কে শোনালেন—
(ক) মায়ের বান্ধবী (খ) জনৈক সাধু (গ) স্কুলের মাস্টারমশাই (ঘ) বলী কান্ধারী।
উত্তর- (ক) মায়ের বান্ধবী।
(18) মোহনবাগান ক্লাব গঠিত হয়-
(ক) ১৮৮৯ খ্রিস্টাব্দ (খ) ১৮৯০ খ্রিস্টাব্দ (গ) ১৮৯২ খ্রিস্টাব্দ (ঘ) ১৮৯৩ খ্রিস্টাব্দ।
উত্তর- (ক) ১৮৮৯ খ্রিস্টাব্দ।
(19) ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা—
(ক) জগদীশচন্দ্র বসু (খ) গোপালচন্দ্র ভট্টাচার্য (গ) প্রফুল্লচন্দ্র রায় (ঘ) প্রিয়দারঞ্জন রায়।
উত্তর- (গ) প্রফুল্লচন্দ্র রায়।
(20) অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি–
(ক) উন্ডস (খ) শ্বেত অভিসারিকা (গ) হলকর্ষণ (ঘ) টুথেলভ ইংক স্কেচেস।
উত্তর- (খ) শ্বেত অভিসারিকা।
(21) বিভাজ্য ধ্বনির অপর নাম—
(ক) যুক্ত ধ্বনি (খ) তাড়িত ধ্বনি (গ) পার্শ্বিক ধ্বনি (ঘ) খণ্ড ধ্বনি।
উত্তর- (ঘ) খণ্ড ধ্বনি।
(22) ‘থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- (ক) অভিধান (খ) শব্দভাণ্ডার (গ) শব্দকোশ (ঘ) রত্নাগার।
উত্তর- (ঘ) রত্নাগার।
HS ABTA Test Paper 2025 Bengali MCQ Solved Page- 36
(1) “আমি কী করব? কত বলেছি, কত বুঝিয়েছি, কথা শুনবে না।”— যার কথা বলা হয়েছে—
(ক) নিখিলের (খ) মৃত্যুঞ্জয়ের (গ) টুনুর মার (ঘ) মৃত্যুঞ্জয়ের ভাইয়ের।
উত্তর- (গ) টুনুর মার।
(2) ‘ভাত’ গল্পে বুড়ো কর্তার মৃত্যু হয়–
(ক) আটানব্বই বছরে (খ) বিরাশি বছরে (গ) বিরানব্বই বছরে (ঘ) ছিয়াশি বছরে।
উত্তর- (খ) বিরাশি বছরে।
(3) “বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল।” – কী পরামর্শ? –
(ক) দোকান বন্ধ করতে (খ) দাঙ্গা করতে (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে (ঘ) সেবা করতে।
উত্তর- (গ) বুড়িকে নদীতে ফেলে আসতে।
(4) বুড়ির গায়ে জড়ানো ছিল-
(ক) তুলোর কম্বল (খ) উলের কম্বল (গ) পশমের কম্বল (ঘ) সিল্কের কম্বল।
উত্তর- (ক) তুলোর কম্বল।
(5) “এক মুষ্ঠি চাইল দে”– বক্তা হল–
(ক) পিসিমা (খ) উচ্ছব (গ) মামা (ঘ) জ্যেঠু।
উত্তর- (খ) উচ্ছব।
(6) “হাঁ করে কেবল সবুজ খায়” – কে হাঁ করে সবুজ খায়?–
(ক) শহরের মানুষ (খ) গ্রামের মানুষ (গ) শহরের অসুখ (ঘ) গৃহপালিত পশু।
উত্তর- (গ) শহরের অসুখ।
(7) ‘মহুয়ার দেশ’– কবিতাটি গৃহীত হয়েছে—
(ক) ‘খোলা চিঠি ’ থেকে (খ) ‘কয়েকটি কবিতা’ থেকে (গ) ‘তিন পুরুষ’ থেকে (ঘ) ‘সমর সেনের কবিতা’ থেকে।
উত্তর- (খ) ‘কয়েকটি কবিতা’ থেকে।
(8) “হিম—নিস্পন্দ নিরপরাধ ঘুম।”– এখানে ‘ঘুম' শব্দের প্রকৃত অর্থ হল-
(ক) মৃত্যু (খ) আনন্দ (গ) বিশ্রাম (ঘ) শান্তি।
উত্তর- (ক) মৃত্যু।
(9) কবি ‘আপনার রূপ’ দেখেছিলেন-
(ক) আঘাতের মধ্য দিয়ে (খ) রক্তের অক্ষরে (গ) দর্পণে (ঘ) নদীর ধারে
উত্তর- (খ) রক্তের অক্ষরে।
(10) ‘বিভাব’ নাটকটির প্রধান চরিত্রের সংখ্যা হল-
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ।
উত্তর- (খ) তিন।
(11) অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ঘুমিয়েছিলেন-
(ক) মঞ্চের উপরে (খ) মাটিতে (গ) গ্রিনরুমে (ঘ) দোকানের বেঞ্চে।
উত্তর- (গ) গ্রিনরুমে।
(12) “মরা হাতি সোয়া লাখ”- বলেছেন -
(ক) কোনো এক দর্শক (খ) কালীনাথবাবু (গ) দিলদার (ঘ) সেই আশ্চর্য মেয়েটি।
উত্তর- (ক) কোনো এক দর্শক।
(13) ‘Underground Political Leader'-এর অর্থ কী?—
(ক) যেসব বন্দি নেতা মাটি খোঁড়েন (খ) আত্মগোপনকারী রাজনৈতিক নেতা (গ) মাটির নীচে লুকানো নেতা (ঘ) মাটি খোঁড়ার কাজের নেতা।
উত্তর- (খ) আত্মগোপনকারী রাজনৈতিক নেতা।
(14) ‘Life's but a walking shadow' - 'নানা রঙের দিন' নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের সেটি হল–
(ক) ওথেলো (খ) জুলিয়াস সিজার (গ) ম্যাকবেথ (ঘ) রিচার্ড দ্য থার্ড।
উত্তর- (গ) ম্যাকবেথ।
(15) “এক পুরানো বাংলা নাটকে দেখি লেখা আছে”– কী লেখা আছে?—
(ক) রাজা ও প্রজা রথারোহণম্ নাটয়তি (খ) রাজা রথারোহণম্ (গ) রাজা রথারোহণম্ নাটয়তি (ঘ) রথারোহণম্ নাটয়তি।
উত্তর- (গ) রাজা রথারোহণম্ নাটয়তি।
(16) গুরু নানকের গল্প নিয়ে লেখক কার সঙ্গে তর্ক করেছিলেন?-
(ক) মায়ের সঙ্গে (খ) মাস্টারমশাইয়ের সঙ্গে (গ) বন্ধুর সঙ্গে (ঘ) সন্ন্যাসীর সঙ্গে।
উত্তর- (খ) মাস্টারমশাইয়ের সঙ্গে।
(17) সাত বছরের যুদ্ধ জিতেছিল–
(ক) আলেকজান্ডার (খ) দ্বিতীয় ফ্রেডরিক (গ) ফিলিপ (ঘ) সিজার।
উত্তর- (খ) দ্বিতীয় ফ্রেডরিক।
(18) টপ্পাগানকে জনপ্রিয় করেছিলেন-
(ক) রামশংকর ভট্টাচার্য (খ) রঘুনাথ রায় (গ) রামনিধি গুপ্ত (ঘ) হরু ঠাকুর।
উত্তর- (গ) রামনিধি গুপ্ত।
(19) ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোন্টি?–
(ক) বিল্বমঙ্গল (খ) রত্নাবলী (গ) রাজা হরিশচন্দ্র (ঘ) ধ্রুব চরিত্র।
উত্তর- (গ) রাজা হরিশচন্দ্র।
(20) জগদীশচন্দ্র বসু কত সালে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন?-
(ক) ১৯১৭ খ্রিস্টাব্দে (খ) ১৯১১ খ্রিস্টাব্দে (গ) ১৯০৪ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে।
উত্তর- (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে।
(21) আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় যখন, তখন সেই শব্দার্থ পরিবর্তনকে বলে-
(ক) শব্দার্থের সংকোচন (খ) শব্দার্থের প্রসার (গ) শব্দার্থের রূপান্তর (ঘ) শব্দার্থের উন্নতি।
উত্তর- (ক) শব্দার্থের সংকোচন।
(22) কোনটির রূপবৈচিত্র্য নেই—
(ক) অব্যয় (খ) বিশেষ্য (গ) সর্বনাম (ঘ) বিশেষণ।
উত্তর- (ক) অব্যয়।
স্নেহের ছাত্র/ছাত্রীরা, এই HS ABTA Test Paper 2025 Bengali MCQ তোমাদের Final পরীক্ষায় HS ABTA Test Paper 9,25,36 MCQ question। ABTA Test Paper 2025 যদি তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো বারবার পড়ো, ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2024-25 তাহলে 100% সফলতা পাবে এর পাশাপাশি তোমাদের টেক্সট বই পড়তে হবে। আরো উচ্চমাধ্যমিক ABTA Test Paper Bengali 2025 বাংলা MCQ & SAQ Answer পেতে আমাদের পেজটিকে Follow করো।
Pdf din sir
ReplyDelete49, 60, 71,83, 95 answer please
ReplyDelete