vivo X200 FE 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডেট কবে?
vivo কোম্পানির জানিয়ে দিলেন অফিসিয়ালি 14 জুলাই 2025 vivo X200 FE 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করা হবে। vivo X200 FE 5G স্মার্টফোন Flipkart এবং vivo India ওয়েবসাইটে স্মার্টফোন মাইক্রোসাইট দেখানো হয়েছে। 14 জুলাই 2025 vivo X200 FE 5G স্মার্টফোন লঞ্চের পর স্মার্টফোন ভারতে কোম্পানির ওয়েবসাইট, অনলাইন শপিং সাইট এবং রিটেইল আউটলেটের মাধ্যমে সেল শুরু করা হবে।
vivo X200 FE 5G স্মার্টফোন সম্পূর্ণ ডিটেইলস জেনে নিন..
Vivo কোম্পানির নতুন লঞ্চ হতে চলেছে আগামী সপ্তাহে vivo X200 FE 5G মোবাইল।
এই মোবাইল বিভিন্ন ফিচার ডিটেইলস এবং ব্যাটারি ব্যাকআপ ও কোয়ালিটি কেমন তা জেনে নিন।
vivo X200 FE 5G স্মার্টফোন Display: অনেকের মনে প্রশ্ন আছে যে vivo X200 FE 5G ডিসপ্লে কেমন হবে? এই vivo মোবাইল 6.31-inch FHD+ AMOLED ডিসপ্লে এবং 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন। এছাড়াও থাকছে স্মার্টফোনটিতে 71.76 mm
Ultra-Slim Width প্রোফাইল।
vivo X200 FE 5G স্মার্টফোন প্রসেসর:
vivo X200 FE 5G স্মার্টফোন 3.4 GHz
Ultra-High Clock Speed13 যুক্ত 4+4
All-Big-Core CPU Architecture এবং 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি। এছাড়াও 2.0GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর রয়েছে।
vivo X200 FE 5G স্মার্টফোন ক্যামেরা: ফটোশুটের জন্য vivo X200 FE 5G স্মার্টফোনটিতে 50 MP2 ZEISS Telephoto Sony sensor প্রাইমারি এবং 8 MP2 Ultra Wide-Angle ফ্রন্ট Camera রয়েছে।
vivo X200 FE 5G স্মার্টফোন ব্যাটারি ও চার্জিং:
vivo X200 FE ফোনটিতে 6,500mAh ব্যাটারি এবং ব্যাটারি 90W ফার্স্ট চার্জিং ফিচার থাকছে।
vivo X200 FE 5G স্মার্টফোন কালার এবং IP রেটিং:
vivo X200 FE 5G স্মার্টফোনটিতে প্রমিয়াম লুক ও কালার Luxe Black, Amber Yellow, Frost Blue এবং Luxe Grey চারটি অসাধারণ কালার অপশনে লঞ্চ হচ্ছে।
vivo X200 FE 5G স্মার্টফোনটিতে Android Extended Updates:
vivo X200 FE 5G স্মার্টফোনটিতে FuntouchOS 15 based on Android 15, আপডেট ভার্সন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে।
vivo X200 FE 5G স্মার্টফোনটিতে AI ফিচার কি রয়েছে:
vivo X200 FE 5G স্মার্টফোনটিতে AI Smart Office এবং একটি ডেডিকেটেড শর্টকার্ট বাটনের মতো প্রোডাক্টিভিটি টুলস দেওয়া হবে। একইসঙ্গে নতুন AI Magic Move ফিচারও যুক্ত থাকবে। এর সাহায্যে ফটোতে ড্রাগ করা মাত্রই রি-ইরেজ এবং বিভিন্ন এডিট অপশন থাকবে।
vivo X200 FE 5G Price In India
vivo X200 FE 5G স্মার্টফোন RAM/storage উপর ভিত্তি করে Price নির্ধারণ করা হয়, তবে vivo X200 FE 5G India এর Price প্রায় 45k প্লাস থাকবে। এই vivo X200 FE 5G স্মার্টফোনটি OnePlus 13R, Samsung Galaxy FE series, and iQOO Neo lineup এর তুলনায় value at a smart price হবে।
No comments:
Post a Comment