learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Thursday, December 14, 2023

সম্মিলিত জাতিপুঞ্জ MCQ & SAQ প্রশ্নোত্তর || সম্মিলিত জাতিপুঞ্জ MCQ & SAQ সাজেশন || Political science MCQ & SAQ suggestions 2024

  learningtips.in       Thursday, December 14, 2023
উচ্চমাধ্যমিক Political science নতুন পরীক্ষার পদ্ধতি এবং নম্বর বিভাজন অনুযায়ী পরীক্ষার 'Political science MCQ & SAQ suggestions'। তাই ছাত্রছাত্রীদের জন্য সম্মিলিত জাতিপুঞ্জ MCQ & SAQ প্রশ্নোত্তর ফাইনাল সাজেশন 2024 নিয়ে আলোচনা করবো। এই সম্মিলিত জাতিপুঞ্জ MCQ & SAQ suggestions তোমরা ঠিক ভাবে মন দিয়ে পড়াশোনা করো, তাহলে 2024 সালে political science class 12 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 100% সাফল্য অর্জন করতে পারবে।
political science class 12


-:● সম্মিলিত জাতিপুঞ্জ অতিসংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ SAQ প্রশ্নোত্তর ●:-

1. জাতিসংঘ প্রতিষ্ঠার কত বছর পর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? 
উত্তর: জাতিসংঘ প্রতিষ্ঠার 26 বছর পর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়৷

2. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।

3. সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কী? 
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম হল জাতিসংঘ বা লিগ অফ নেশনস্।

4. কত খ্রিস্টাব্দে 'লন্ডন ঘোষণা' স্বাক্ষরিত হয়?
উত্তর: 1941 খ্রিস্টাব্দের 12 জুন 'লন্ডন ঘোষণা' স্বাক্ষরিত হয়।

5. কয়টি সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল? 
উত্তর: প্রধানত তিনটি সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল যথা- সভা, পরিষদ, মহাসচিব। এ ছাড়াও দুটি অপ্রধান সংস্থা ছিল, যথা- কর্মদপ্তর এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা। 

6. জাতিসংঘের পতন কখন হয় ?
উত্তর: 19139 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে জাতিসংঘের পতন হয় ।

7. আটল্যান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মধ্যে ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট আটল্যান্টিক সনদ স্বাক্ষরিত হয়।

8. সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্যরাষ্ট্রের সংখ্যা উল্লেখ করো?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্যরাষ্ট্রের সংখ্যা ছিল 51 ।

9. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111 টি ধারা আছে।

10. সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
উত্তর: প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে।

11. হু (WHO) -এর পুরো নাম কী?
উত্তর: ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন।

12. আই এম এফ (IMF) -এর পুরো নাম কী?
উত্তর: ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড।

13. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।

14. বর্তমানে নিরাপত্তা পরিষদের 10 টি অস্থায়ী সদস্যরাষ্ট্র কারা?
উত্তর: বর্তমানে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী রাষ্ট্র হলো- আজারবাইজান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা, রিপাবলিক অব কোরিয়া, মরক্কো, পাকিস্তান, লুক্সেমবর্গ, রোয়াল্ডা, টোগো।

15. আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা কত?
উত্তর: আন্তর্জাতিক আদালতের সদস্য সংখ্যা 15 জন।

16. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
উত্তর: আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।

17. ভেটো কী?
নিরাপত্তা পরিষদের যেকোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে ভেটো বলা হয়।

18. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমানে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: বর্তমানে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা 193 ।

19. সম্মিলিত জাতিপুঞ্জের যেকোনো চারটি অঙ্গের নাম উল্লেখ করো?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের চারটি অঙ্গের নাম- সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অছি পরিষদ।

20. UNESCO কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি (UNESCO) 1946 খ্রিস্টাব্দে 4 নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

-:● সম্মিলিত জাতিপুঞ্জ গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর ●:-


1. UNO-র জন্মলগ্নে সদস্যসংখ্যা ছিল-
a) 50 
b) 51 
c) 55 
d) 100
উত্তর: b) 51

2. সাধারণ সভাকে 'বিশ্ব-বিবেকের কণ্ঠস্বর' বলেছেন-
a) অস্টিন 
b) ফ্র্যাঙ্কেল 
c) মর্গেন থাউ 
d) পামার এবং পারকিন্‌স
উত্তর: a) অস্টিন

3. বর্তমানে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা কত-
a) 150 
b) 173 
c) 189 
d) 193
উত্তর: d) 193

4. ওয়াশিংটন ঘোষণা কত সালে হয়? 
a) 1941 সাল 
b) 1942 সাল 
c) 1943 সাল 
d) 1944 সাল
উত্তর: b) 1942 সাল।

5. নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা-
a) 10 
b ) 11
c) 15 
d) 20
উত্তর: c) 15

6. ভেটো প্রদানের ক্ষমতা আছে কেবলমাত্র-
a) সাধারণ সভার 
b) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের
c) আন্তর্জাতিক আদালতের 
d) অছি পরিষদের।
উত্তর: b) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের।

7. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়-
a) 1944 এর 24 অক্টেবর 
b) 1945-এর 24 অক্টোবর 
c) 1947-এর 15 আগস্ট
d) 1950-এর 26 জানুয়ারি
উত্তর: a) 1944 এর 24 অক্টেবর।

8. সম্মিলিত জাতিপুঞ্জের আইনসভা হলো-
a) সাধারণ সভা 
b) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ 
c) নিরাপত্তা পরিষদ 
d) কর্মদপ্তর
উত্তর: a) সাধারণ সভা।

9. UNESCO বর্তমান সদস্যসংখ্যা কত ?
a) 195 
b) 196 
c) 197 
d) 198
উত্তর: d) 198

10. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর কার্যালয় কোথায় অবস্থিত? 
a) লন্ডন 
b) প্যারিস 
c) জেনেভা 
d) ওয়াশিংটন
উত্তর: c) জেনেভা।

11. 'বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা'-
a) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ 
b) সাধারণ সভা 
c) নিরাপত্তা পরিষদ 
d) অছি পরিষদ।
উত্তর: b) সাধারণ সভা।

12. UNO-র বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল-
a) 9 বছর 
b) 10 বছর 
c) 5বছর 
d) 4 বছর
উত্তর: a) 9 বছর।

13. সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে পারে -
a) 1টি 
b) 2টি 
c) 3টি 
d) 4টি
উত্তর: a) 1টি।
14. সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত-
a) ভারতে 
b) পাকিস্তানে 
c) ব্রিটেন 
d) নিউইয়র্কে
উত্তর: d) নিউইয়র্কে।

15. UNO -এর প্রথম মহাসচিব হলেন-
a) উ থান্ট 
b) ট্রিগভিলি 
c) কোফি আন্নান 
d) বান-কি-মুন
উত্তর: b) ট্রিগভিলি ।

স্নেহের ছাত্র-ছাত্রী, এই 'সম্মিলিত জাতিপুঞ্জ' অধ্যায় থেকে 'Political science MCQ & SAQ suggestions 2024' তোমাদের Final পরীক্ষায়
4টি MCQ এবং 4টি SAQ প্রশ্ন হবে। যদি তোমরা মনোযোগ সহকারে এই প্রশ্নগুলো বারবার পড়ো, তাহলে 100% সফলতা পাবে। এই সম্মিলিত জাতিপুঞ্জের MCQ & SAQ প্রশ্নোত্তর সর্বমোট 8 নাম্বার পেতে পারে। political science class 12 আরো সাজেশন পেতে আমাদের পেজটিকে Follow করো।
Share Post


logoblog

Thanks for reading সম্মিলিত জাতিপুঞ্জ MCQ & SAQ প্রশ্নোত্তর || সম্মিলিত জাতিপুঞ্জ MCQ & SAQ সাজেশন || Political science MCQ & SAQ suggestions 2024

Previous
« Prev Post

No comments:

Post a Comment