learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Friday, July 28, 2023

Political science suggestions 2024 : দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক MCQ & SAQ প্রশ্নোত্তর

  learningtips.in       Friday, July 28, 2023
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় সাড়ে চার দশক ধরে যে বিশ্বরাজনীতি তৈরি হয়েছে তা "International relations in the post second World war period"। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, "দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক" থেকে যেসব MCQ & SAQ প্রশ্নোত্তর 2024 
"class 12th political science" এর Test এবং Final পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই MCQ & SAQ প্রশ্নোত্তর আলোচনা করবো।
Political science suggestions 2024


দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক : MCQ প্রশ্নোত্তর -

1. ঠান্ডা যুদ্ধের সূচনা হয়—
উত্তর- 1945 খ্রিস্টাব্দে।
2. ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হল—
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া।
3. ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন—
উত্তর- বার্নার্ড বারুচ।
4. ঠাণ্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে 'যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন—
উত্তর- ফ্রিডম্যান।
5. ঠান্ডা যুদ্ধকে 'গরম শান্তি' বলে চিহ্নিত করেছেন- 
উত্তর- বার্নেট।
6. কমিনফর্ম গঠিত হয় -
উত্তর- 1947 খ্রিস্টাব্দে।
7. NATO গঠিত হয়-
উত্তর- 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। উপর
8. 'ন্যাটো' গঠিত হয় কার উদ্যোগে?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র।
9. ভারত - পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল-
উত্তর- 1972 খ্রিস্টাব্দে।
10. বর্তমানে 'সার্ক'-এর সদস্যসংখ্যা-
উত্তর- 8 টি
11. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উত্তর- বেলগ্রেডে।
12. 'দেঁতাত' হলো একটি—
উত্তর- প্রক্রিয়া।
13. 'দেঁতাত' কথাটির অর্থ—
উত্তর- উত্তেজনা প্রশমন।
14. জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়
উত্তর- 1961 সালে।
15. জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো —
উত্তর- হস্তক্ষেপ না করা।
16. ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো— উত্তর- মতাদর্শগত বিরোধ। 
17. –––– এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। 
উত্তর- 1990 দশকে।
18. প্রথম পারমাণবিক আক্রান্ত দেশের নাম? 
উত্তর- জাপান।
19. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক–
উত্তর- পন্ডিত জওহরলাল নেহেরু।
20. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়–
উত্তর- 1955 খ্রিস্টাব্দে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক : SAQ প্রশ্নোত্তর -

1. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্য কত?
উত্তর- 120টি দেশ।
2. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
উত্তর- 1914 সালের 28 জুলাই।
3. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?
উত্তর- 1919 সালের 28 জুন।
4. ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর- 1949 সালের 4 এপ্রিল।
5. 'কমিনফর্ম' গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর- বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা।
6. 'কোমেকন' কী জন্য গড়ে উঠেছিল?
উত্তর- সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 'কোমেকন' গঠিত হয়।
7. ভারত ও চিনের মধ্যে পঞ্চশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর- 1954 সালে।
8. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
উত্তর- কায়রো।
9. কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াই-এর অবসানের কথা ঘোষিত হয়?
উত্তর- 1990 সালের 2 জুন।
10. জর্জ মার্শাল কে ছিলেন?
উত্তর- মার্কিন পররাষ্ট্র সচিব।
11. কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর- ফিদেল কাস্ত্রো।
12. 'দেঁতাত' কী?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেঁতাত বলে ।
13. কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল?
উত্তর- সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল। 
14. 'মিত্রশক্তি' কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল ?
উত্তর- ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন।
15. 'অক্ষশক্তি' কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল?
উত্তর- জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।
16. 'মিত্রশক্তি'-র মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল? 
উত্তর- সোভিয়েত ইউনিয়ন।
17. ফ্রিডম্যান-এর মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়?
উত্তর- ঠান্ডা লড়াই হলো 'গরম শান্তি'।
18. সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়৷
19. কিউবার সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1959 খ্রিস্টাব্দে কিউবায় সংকট দেখা দেয়।
20. NAM-এর পুরো কথাটি কী?
উত্তর- NAM-এর পুরো কথাটি হলো 'Non Aligned Movement'।
21. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী?
উত্তর- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম হলো NATO।
22. ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয় ?
উত্তর- 1947 খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়।
23. কোন বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়? 
 উত্তর- তৃতীয় বিশ্বের দেশগুলি। জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়। 
 24. জোটনিরেপক্ষতার মূল উৎস কী?
উত্তর- 1955 খ্রিস্টাব্দের পঞ্চশীল নীতি হলো জোটনিরপেক্ষতার মূল উৎস।
25. কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে?
উত্তর- ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
26. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
উত্তর- যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ।
27. 'দেঁতাত' কথার অর্থ কী?
উত্তর- 'দেঁতাত' কথার অর্থ পুরোনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। 
28. 'পেরেস্ত্রোইকা' ও 'গ্লাসনোত্ত' নীতি দু'টির উদ্‌গাতা কে ছিলেন?
উত্তর- প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্বাচেভ।
29. 'পেরেস্ত্রোইকা' বলতে কী বোঝায়?
উত্তর- 'পেরেস্ত্রোইকা' বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কারসাধনকে বোঝায় ৷ 
30. 'গ্লাসনস্ত' বলতে কী বোঝো?
উত্তর- 'গ্লাসনস্ত' বলতে 'মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা'-কে বোঝায়। 

প্রিয় শিক্ষার্থীরা "Political science MCQ & SAQ suggestions""দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক" দ্বিতীয় অধ্যায় থেকে MCQ & SAQ প্রশ্নোত্তর 2024 -এ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা শেয়ার করলাম। যদি তোমরা "International relations in the post second World war period" সব প্রশ্নের উত্তর পড়ো তাহলে এর থেকে 1 নম্বরের 3 টি MCQ & SAQ কমন পাবে। এর পাশাপাশি তোমাদের "Political science" টেস্ট বুক ভালো করে পড়তে হবে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading Political science suggestions 2024 : দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক MCQ & SAQ প্রশ্নোত্তর

Previous
« Prev Post

No comments:

Post a Comment