"class 12th political science" এর Test এবং Final পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই MCQ & SAQ প্রশ্নোত্তর আলোচনা করবো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক : MCQ প্রশ্নোত্তর -
1. ঠান্ডা যুদ্ধের সূচনা হয়—
উত্তর- 1945 খ্রিস্টাব্দে।
2. ঠান্ডা যুদ্ধের প্রধান দুই প্রতিপক্ষ হল—
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া।
3. ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন—
উত্তর- বার্নার্ড বারুচ।
4. ঠাণ্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে 'যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন—
উত্তর- ফ্রিডম্যান।
5. ঠান্ডা যুদ্ধকে 'গরম শান্তি' বলে চিহ্নিত করেছেন-
উত্তর- বার্নেট।
6. কমিনফর্ম গঠিত হয় -
উত্তর- 1947 খ্রিস্টাব্দে।
7. NATO গঠিত হয়-
উত্তর- 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। উপর
8. 'ন্যাটো' গঠিত হয় কার উদ্যোগে?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র।
9. ভারত - পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল-
উত্তর- 1972 খ্রিস্টাব্দে।
10. বর্তমানে 'সার্ক'-এর সদস্যসংখ্যা-
উত্তর- 8 টি
11. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উত্তর- বেলগ্রেডে।
12. 'দেঁতাত' হলো একটি—
উত্তর- প্রক্রিয়া।
13. 'দেঁতাত' কথাটির অর্থ—
উত্তর- উত্তেজনা প্রশমন।
14. জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়
উত্তর- 1961 সালে।
15. জোটনিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো —
উত্তর- হস্তক্ষেপ না করা।
16. ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো— উত্তর- মতাদর্শগত বিরোধ।
17. –––– এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে।
উত্তর- 1990 দশকে।
18. প্রথম পারমাণবিক আক্রান্ত দেশের নাম?
উত্তর- জাপান।
19. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক–
উত্তর- পন্ডিত জওহরলাল নেহেরু।
20. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়–
উত্তর- 1955 খ্রিস্টাব্দে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক : SAQ প্রশ্নোত্তর -
1. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্য কত?
উত্তর- 120টি দেশ।
2. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
উত্তর- 1914 সালের 28 জুলাই।
3. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?
উত্তর- 1919 সালের 28 জুন।
4. ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর- 1949 সালের 4 এপ্রিল।
5. 'কমিনফর্ম' গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর- বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা।
6. 'কোমেকন' কী জন্য গড়ে উঠেছিল?
উত্তর- সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 'কোমেকন' গঠিত হয়।
7. ভারত ও চিনের মধ্যে পঞ্চশীল চুক্তি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর- 1954 সালে।
8. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
উত্তর- কায়রো।
9. কোন বছর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াই-এর অবসানের কথা ঘোষিত হয়?
উত্তর- 1990 সালের 2 জুন।
10. জর্জ মার্শাল কে ছিলেন?
উত্তর- মার্কিন পররাষ্ট্র সচিব।
11. কিউবাতে কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর- ফিদেল কাস্ত্রো।
12. 'দেঁতাত' কী?
উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেঁতাত বলে ।
13. কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল?
উত্তর- সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল।
14. 'মিত্রশক্তি' কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল ?
উত্তর- ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন।
15. 'অক্ষশক্তি' কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল?
উত্তর- জার্মানি, ইতালি, জাপান ও স্পেন।
16. 'মিত্রশক্তি'-র মধ্যে কোন সমাজতান্ত্রিক দেশ ছিল?
উত্তর- সোভিয়েত ইউনিয়ন।
17. ফ্রিডম্যান-এর মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়?
উত্তর- ঠান্ডা লড়াই হলো 'গরম শান্তি'।
18. সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়৷
19. কিউবার সংকট কবে দেখা দেয়?
উত্তর- 1959 খ্রিস্টাব্দে কিউবায় সংকট দেখা দেয়।
20. NAM-এর পুরো কথাটি কী?
উত্তর- NAM-এর পুরো কথাটি হলো 'Non Aligned Movement'।
21. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী?
উত্তর- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম হলো NATO।
22. ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয় ?
উত্তর- 1947 খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়।
23. কোন বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়?
উত্তর- তৃতীয় বিশ্বের দেশগুলি। জোটনিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দেয়।
24. জোটনিরেপক্ষতার মূল উৎস কী?
উত্তর- 1955 খ্রিস্টাব্দের পঞ্চশীল নীতি হলো জোটনিরপেক্ষতার মূল উৎস।
25. কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে?
উত্তর- ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
26. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
উত্তর- যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ।
27. 'দেঁতাত' কথার অর্থ কী?
উত্তর- 'দেঁতাত' কথার অর্থ পুরোনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা।
28. 'পেরেস্ত্রোইকা' ও 'গ্লাসনোত্ত' নীতি দু'টির উদ্গাতা কে ছিলেন?
উত্তর- প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্বাচেভ।
29. 'পেরেস্ত্রোইকা' বলতে কী বোঝায়?
উত্তর- 'পেরেস্ত্রোইকা' বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কারসাধনকে বোঝায় ৷
30. 'গ্লাসনস্ত' বলতে কী বোঝো?
উত্তর- 'গ্লাসনস্ত' বলতে 'মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা'-কে বোঝায়।
প্রিয় শিক্ষার্থীরা "Political science MCQ & SAQ suggestions" এ "দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পূর্বে আন্তর্জাতিক সম্পর্ক" দ্বিতীয় অধ্যায় থেকে MCQ & SAQ প্রশ্নোত্তর 2024 -এ উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা শেয়ার করলাম। যদি তোমরা "International relations in the post second World war period" সব প্রশ্নের উত্তর পড়ো তাহলে এর থেকে 1 নম্বরের 3 টি MCQ & SAQ কমন পাবে। এর পাশাপাশি তোমাদের "Political science" টেস্ট বুক ভালো করে পড়তে হবে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
No comments:
Post a Comment