Madhyamik bengali suggestions 2024 : জ্ঞানচক্ষু গল্পের SAQ প্রশ্নোত্তর-
1. "কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল"—কোন্ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল?
উত্তর- তপন যখন শুনল তার সদ্যবিবাহিতা ছোটোমাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল।
2. "....বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে"—কার, ঘটাপটা সহকারে বিয়ে হয়েছিল?
উত্তর- তপনের ছোটোমাসির ঘটপটা সহকারে বিয়ে হয়েছিল।
3. 'জ্ঞানচক্ষু' কথাটির অর্থ কী?
উত্তর- 'জ্ঞানচক্ষু' কথাটির অর্থ হল অন্তর্দৃষ্টি বা জ্ঞানরূপ দৃষ্টি।
4. "তাই, জানতো না"–কে, কী জানত না? উত্তর- 'জ্ঞানচক্ষু' গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন জানত না যে, লেখকরা "জলজ্যান্ত" মানুষের মতোই হয়। বিয়েবাড়িতে নতুন মাসির লেখক বরকে দেখে তার সেই ভ্রান্তি দূর হয়।
5. "তবে তপনেরই বা লেখক হতে বাধা কী"— তপনের এরকম মনে হওয়ার কারণ কী?
উত্তর- লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারা সবাই তপনদের মতোই মানুষ, তাই তপনের লেখক হতে বাধা নেই মনে হয়েছে।
6. কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়?
উত্তর- মামাবাড়িতে সদ্য বিয়ে হওয়া নতুন লেখক মেসোকে বাবা-মামা বা কাকুর মতোই সব কাজ করতে দেখে তপনের 'জ্ঞানচক্ষু' খুলে যায়।
7. "কিন্তু কে শোনে তার কথা"—কোন্ কথার কথা বলা হয়েছে?
উত্তর- তপনের প্রথম লেখা গল্প নিয়ে ছোটোমাসি মেসোর কাছে যাচ্ছিলেন, তপন এই ব্যাপারেই আপত্তি তোলে। এই 'কথা'র কথাই এখানে বলা হয়েছে।
8. "রত্নের মূল্য জহুরির কাছেই"—কথাটির সরল অর্থ কী?
উত্তর- যে জহরতের ব্যাবসা করে সে যেমন আসল রত্ন চেনে তেমনই একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তিই গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন
করতে পারেন।
9. একটু 'কারেকশান' করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে। –কে, কী ছাপানোর কথা বলেছেন?
উত্তর- তপনের মেসোমশাই, তপনের লেখা গল্প 'একটু কারেকশান করে' ছাপিয়ে দেওয়ার কথা বলেছেন।
10. কোনটিকে মেসোর 'উপযুক্ত কাজ' বলে ছোটোমাসি মনে করে?
উত্তর- তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া নতুন মেসোর 'উপযুক্ত' কাজ হবে বলে তপনের ছোটোমাসি মনে করে।
11. "মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন।"— মেসো কী বলেছিলেন?
উত্তর- সাহিত্য পত্রিকা 'সন্ধ্যাতারা'-র সম্পাদক মহাশয় নতুন মেসোর কথা ফেলতে পারবেন না, তার সঙ্গে সম্পাদক মহাশয়ের বিশেষ খাতিরের জন্যই মেসো একথা বলেছিলেন।
12. "এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো"—কী বিষয় নিয়ে লেখে?
উত্তর- তপনের বয়সি ছেলেমেয়েরা রাহাজানি, খুনজখম, অ্যাকসিডেন্ট অথবা অনাহারে মরে যাওয়ার মতো বিষয় নিয়ে গল্প লেখে।
13. তর্পন কী বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছে?
উত্তর- স্কুলে ভরতির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়েই তপন তার প্রথম গল্প 'প্রথম দিন' লিখেছিল।
14. "এটা খুব ভালো, ওর হবে।"— কে, কার প্রসঙ্গে এ কথা বলেছে?
উত্তর- স্কুলে ভরতির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসো এ কথা বলেছিল।
15. তপন কেন বসে বসে দিন গুনছিল?
উত্তর- 'সন্ধ্যাতারা' পত্রিকায় নতুন মেসো তপনের লেখা গল্প ছাপিয়ে দেবেন বলে কথা দিলে তপন অপেক্ষায় বসে বসে দিন গুনছিল।
16. তপনের গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল?
উত্তর- প্রশংসার সুরে তপনের গল্প যে বেশ হয়েছে, তা জানিয়ে সন্দেহের সুরে মজা করে ছোটোমাসি –'ওমা এ তো বেশ লিখেছিস রে?' 'কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো?' 17. "এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে,"–বাড়িতে তপনের নাম কী হয়ে গিয়েছিল?
উত্তর- বাড়িতে প্রায় সব বড়োরা তপনের গল্প লেখা ও গল্প ছাপানোর ঘটনায় তপনকে ঠাট্টা করে কথাশিল্পী, কবি, সাহিত্যিক ইত্যাদি বলে ডাকতে শুরু করেছিল।
18. কোন্ নেশায় তপন আক্রান্ত হয়েছিল?
উত্তর- লেখক নতুন মেসোর উৎসাহ পেয়ে বাড়ির লোকের যাবতীয় ব্যঙ্গবিদ্রুপ উপেক্ষা করে তপন গল্প লেখার নেশায় আক্রান্ত হয়েছিল।
19. বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের?
উত্তর- জীবনের প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে তপন দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল।
20. "তপন আর পড়তে পারে না"–তপনের পড়তে না পারার কারণ কী?
উত্তর- তপন নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে যখন দেখে, গল্পটি পুরো ‘কারেকশান' করে দেওয়া হয়েছে, সেখানে তার নিজস্বতা বলে আর কিছু অবশিষ্ট নেই তখন সে আর নিজের লেখা গল্পটি পড়তে পারে না।
21. "সূচিপত্রেও নাম রয়েছে" – সূচিপত্রে কী লেখা ছিল?
উত্তর- 'সন্ধ্যাতারা’ পত্রিকার সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল 'প্রথম দিন' গল্প শ্রী তপন কুমার রায়৷
22. "ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।”–কথাটি কী ছিল?
উত্তর- তপনের লেখা গল্প 'কারেকশান' করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন নতুন মেসো। মেসোর সেই কৃতিত্বের কথাটি ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ে ।
23. "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?"— কোন্ ঘটনাকে অলৌকিক বলা হয়েছে?
উত্তর- তপনের লেখা গল্প ছাপা হয়ে প্রকাশিত হবে এটা ছিল তপনের কাছে কল্পনার অতীত। ফলে মেসোর হাতে 'সন্ধ্যাতারা' পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। তার লেখা গল্প ছাপা হয়ে হাজার-হাজার ছেলের কাছে ঘুরবে, তপনের কাছে তা অলৌকিক বলে মনে হয়৷
24. "কেন? তা জানে না তপন"— তপন কী জানে না?
উত্তর- তপনের লেখা গল্পটি আগাগোড়া 'কারেকশান' করে তার লেখক মেসো পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন, ছাপানোর পরে পত্রিকাটি হাতে পেয়ে তপন নিজের লেখাটি চিনতে পারেনি, সেটি ছিল তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন-এর কারণ তপন জানে না।
25. "গল্প ছাপা হলে যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।"—উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত হতে না পারার কারণ কী?
উত্তর- তপনের ছোটোমেসো 'সন্ধ্যাতারা' পত্রিকায় তার লেখা গল্প ছাপিয়ে নিয়ে এলে, বাড়ির সবাই তপনের লেখা নিয়ে কিছু বলার পরিবর্তে ছোটোমেসোকেই কৃতিত্ব দিতে থাকে। বাড়ির লোকের থেকে শোনা অপ্রত্যাশিত নেতিবাচক কথার ভিড়ে তপন হারিয়ে যায়। তাই যেন সে গল্প ছাপার আনন্দে আহ্লাদিত হতে পারে না।
Madhyamik bengali suggestions 2024 : জ্ঞানচক্ষু গল্পের MCQ প্রশ্নোত্তর-
1. নতুন মেসোমশাই হলেন একজন-
উত্তর- অধ্যাপক-লেখক।
2. "এবিষয়ে সন্দেহ ছিল তপনের।"— সন্দেহের বিষয়টি হল—
উত্তর- লেখকরা মানুষ।
3. "এ দেশের কিছু হবে না"—এ কথা বলেন—
উত্তর- ছোটোমেসো।
4. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।"— উপযুক্ত কাজটি হল —
উত্তর- তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া।
5. তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?
উত্তর- সন্ধ্যাতারা।
6. তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?
উত্তর- সন্ধ্যাতারা।
7. "চায়ের টেবিলে ওঠে কথাটা"।–কোন্ সময়ে চা-পান হচ্ছিল?
উত্তর- বিকেলে।
8. "তপনের হাত আছে।"—কথাটির অর্থ হল
উত্তর- ভাষার দখল।
9. "গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের,"-এর কারণ হল-
উত্তর- স্বরচিত গল্পপাঠের অনুভূতি।
10. তপনের চিরকালের বন্ধু ছিলেন—
উত্তর- ছোটোমাসি।
11. ছোটোমাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে,-এখানে 'মুরুব্বি' শব্দটি ব্যবহৃত হয়েছে—
উত্তর- বোদ্ধা অর্থে।
12. "বাড়িতে তপনের নাম হয়ে গেছে"—
উত্তর- কবি, সাহিত্যিক, কথাশিল্পী।
13. ঠাট্টাতামাশার মধ্যে তপন ক-টি গল্প লিখেছে?
উত্তর- দুই-তিনটি।
14. "এমন সময় ঘটল সেই ঘটনা।" — ঘটনাটি হল-
উত্তর- তপনের গল্প ছাপা হওয়া।
15. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?—অলৌকিক ঘটনাটি হল-
উত্তর- তপনের লেখা গল্প 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হয়েছে।
16. শ্রী তপনকুমার রায়ের লেখা গল্পটির নাম হল-
উত্তর- প্রথম দিন।
17. সূচিপত্রে তপনের পুরো নাম ছিল—
উত্তর- শ্রী তপন কুমার রায়।
18. "নতুন নতুন অমন হয় " নতুন নতুন কী হয়?
উত্তর- কারেকশান।
19. কীরে তোর যে দেখি পায়াভারী হয়ে গেল। 'পায়া ভারী' কথার অর্থ—
উত্তর- অহংকারী হয়ে যাওয়া।
20 "শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন,"-এখানে 'সংকল্প' বলতে বোঝানো হয়েছে-
উত্তর- প্রতিজ্ঞা।
প্রিয় শিক্ষার্থীরা "Madhyamik bengali suggestions 2024" এ "জ্ঞানচক্ষু" গল্প থেকে MCQ & SAQ প্রশ্নোত্তর 2024 -এ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা শেয়ার করলাম। যদি তোমরা "Gyanchakshu Golpo" সব প্রশ্নের উত্তর পড়ো তাহলে MCQ & SAQ কমন পাবে। এর পাশাপাশি Short Question & Answer জন্য তোমাদের টেস্ট বুক ভালো করে পড়তে হবে। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
নদীর বিদ্রোহ থেকে সাজেশন লাগবে!!
ReplyDelete