আপনি কি আপনার WBTET Admit Card Download করতে চাইছেন? কিন্তু "টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড" করতে পারছেন না। যদি টেট পরীক্ষার Admit Card Download করতে সমস্যা হয় তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য।
একসঙ্গে অনেক প্রার্থী WBTET Admit Card Download করার সময় সার্ভার ঠিক ঠিক খোলে না কিংবা সার্ভার ডাউন থাকে। তাই এই সব সমস্যার সমাধান করতে হবে এবং কীভাবে খুব সহজেই আপনার "WBTET Admit Card Download 2023" করবেন দেখুন।
WBTET Admit Card 2023 Download করলে আপনার পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে তা সহজে জানতে পারবেন। WBTET Admit Card 2023 Download মোবাইল এর মাধ্যমে কম ইন্টারনেট এর সাহায্যে।
WBTET Admit Card Download 2023 :-
টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার সহজ উপায়-
- প্রথমে আপনি আপনার মোবাইল এ WBTET এর www.wbbpeonline.com অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। নিজের Admin Login করবেন।
- এরপর 'TEACHER ELIGIBILITY TEST 2023 (TET-2023)' এ ক্লিক করবেন।
- এবার 'Print/Download Admit Card' এ ক্লিক করুন।
- এরপর আপনার 'Registration No' এবং 'Date Of Birth' বসিয়ে 'Print Call Letter' এ ক্লিক করে WBTET Admit Card 2023 Download করেনিন।
Registration No মনে না থাকলে কি করবে?
আপনি যদি আপনার WBTET Admit Card ডাউনলোড করে ব্যর্থ হয়ে থাকেন Registration No টি মনে না থাকার জন্যে তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার ইমেইল আইডি কে কাজে লাগিয়ে রেজিস্ট্রেশন নম্বর ফর্গেট করে নিতে পারবেন। এর জন্যে আপনাকে পশ্চিমবঙ্গ টেট এডমিট কার্ড ডাউনলোড এর ওখানে গিয়ে ‘Forget Registration No’ এ ক্লিক করে ইমেইল আইডি দিতে হবে। আপনার ইমেইল আইডি তে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর টি পেয়ে যাবেন। তারপর এই রেজিস্ট্রেশন নম্বর আর নিজের জন্ম তারিখ দিয়ে টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে করুন WBTET Admit Card 2023 Download করতে পারেন।
টেট পরীক্ষা সম্বন্ধিত আরো আর্টিকেল পড়তে, বিশেষ করে WBTET এর ব্যাপারে আপনি আমাদের ওয়েবসাইট Follow করতে পারেন।
No comments:
Post a Comment