আজকে আমারা নবান্ন স্কলারশিপের আবেদন অনলাইন কিভাবে করবেন? শিক্ষার্থীদের কি যোগ্যতা দরকার ও কি ডকুমেন্টস প্রয়োজন? তা বিস্তারিত জানাবো।
Nabanna Scholarship মূলত Chief Minister’s Relief Fund থেকে স্কলারশিপে আবেদন করা দরিদ্র ছাত্র-ছাত্রীদের 10000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় উজ্জল ভবিষ্যত এর জন্য। যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে বা উচ্চমাধ্যমিকে 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তাঁরা Nabanna Scholarship 2023-24 শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
Nabanna Scholarship 2023-24 আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
Nabanna Scholarship 2023-24 আবেদন করার জন্য যোগ্যতার প্রয়োজন, -
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি স্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর পেয়ে উত্তীর্ণ হবে।
- আবেদনকারীর পারিবারিক বার্ষিক ইনকাম 1 লক্ষ 150000 হাজার টাকার কম হতে হবে।
Nabanna Scholarship 2023-24 আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?
Nabanna Scholarship 2023-24 ফর্ম ফিলাপের এর জন্য প্রয়োজন,-
আধার কার্ড।মাধ্যমিক পরীক্ষার এডমিড কার্ড।আবেদনকারীর অভিভাবকের আধার কার্ড ও ভোটার কার্ড।রেজিস্টার মোবাইল নম্বর।ইমেইল আইডি।পরবর্তী কোর্সে ভর্তির প্রমাণপত্র।পারিবারিক ইনকাম সার্টিফিকেট।MLA ইনকাম সার্টিফিকেট।পাসপোর্ট সাইজের কালার ফটো।জাতিগত শংসাপত্র।নিজস্ব ব্যাঙ্কের পাসবুক।
Nabanna Scholarship 2023-24 আবেদন পদ্ধতি-
Nabanna Scholarship 2023-24 আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ফর্মটি পূরণ করার পরে, Chief Minister’s Relief Fund অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে সকল ছাত্র-ছাত্রীরা অনলাইন এ এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় ডকুমেন্টস ফর্ম ফিলাপ করে pdfওjpg ফরমেট ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক - Click Here
যোগাযোগ:-
Chief Minister’s Office, Nabanna
325, Sarat Chatterjee Road Howrah - 711 102
wbcmrfedu2020[at]gmail[dot]com
033 2253 5335
Monday to Friday - 10 am to 5.30 pm
( Excluding Govt. Holidays )
নবান্ন স্কলারশিপের ফর্মটি ডাউনলোড করতে নীচে ক্লিক করুন।
Nabanna Scholarship Form Download link - Click Here
কবে শুরু হবে??
ReplyDelete