learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Sunday, November 20, 2022

আফ্রিকা কবিতা : MCQ & SAQ প্রশ্নোত্তর || Africa Kobita MCQ & SAQ Questions and Answers || Madhyamik Bengali Suggestion 2023

  learningtips.in       Sunday, November 20, 2022
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আফ্রিকা' কবিতা এর MCQ & SAQ প্রশ্নোত্তর। আফ্রিকা কবিতার রবীন্দ্রনাথ ঠাকুর Africa Kobita Short Question and Answer এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো টেষ্ট ও ফাইনাল পরীক্ষায় আসবে। আফ্রিকা কবিতার MCQ ও SAQ প্রশ্ন উত্তর তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই প্রশ্ন গুলো যদি তোমরা ঠিক ভাবে পড়ো তাহলে 100% কমন পাবে।
africa kobita mcq &saq question

Madhyamik Bengali Suggestion 
আফ্রিকা (কবিতা) MCQ প্রশ্নোত্তর -

1. আফ্রিকা হল একটি -
উত্তরঃ- মহাদেশ।
2. কবি আদিম যুগের যে – বিশেষণ ব্যবহার করেছেন, তা-
উত্তরঃ- উদভ্রান্ত।
3. 'প্রদোষকাল ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস' - "প্রদোষ" শব্দের অর্থ কি? 
উত্তরঃ- সন্ধ্যা।
4. আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল ___?
উত্তরঃ- কৃপণ।
5. আফ্রিকা কবিতায় কবি, "ছায়াবৃতা" সম্বোধন করেছেন -
উত্তরঃ- আফ্রিকাকে।
6. যে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, সে হল -
উত্তরঃ- রুদ্র সমুদ্রের বাহু।
7. নিভৃত অবকাশে আফ্রিকা সংগ্রহ করছিল-
উত্তরঃ- দুর্গমের রহস্য।
8. মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্য ছিল -
উত্তরঃ- সূর্যহারা অরণ্য।
9. প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা জাগাচ্ছিল, তা হল -
উত্তরঃ- মন্ত্র।
10. কালো ঘোমটার নীচে কী অপরিচিত ছিল?
উত্তরঃ- আফ্রিকার মানবরূপ।
11. মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্য ছিল ____?
উত্তরঃ- সূর্যহারা অরণ্য।
12. কবির সংগীতে বেজে উঠেছিল ____।
উত্তরঃ- সুন্দরের আরাধনা।
13. তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্যপথে, পঙ্কিল হল ধূলি তোমার ____ মিশে।?
উত্তরঃ- রক্তে-অশ্রুতে।
14. "যে মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল", তা অবস্থিত কোথায়? 
উত্তরঃ- সমুদ্রপারে।
15. 'তাণ্ডব' - শব্দের অর্থ কি? 
উত্তরঃ- উদ্দাম নাচ।

Madhyamik Bengali Suggestion 
আফ্রিকা (কবিতা) SAQ প্রশ্নোত্তর -

1. 'ছিনিয়ে নিয়ে গেল তোমাকে', আফ্রিকা কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল?
উত্তরঃ- 'আফ্রিকা' কবিতা অনুসারে উত্তাল সমুদ্র, প্রাচী ধরিত্রীর হৃদয় থেকে অর্থাৎ পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল।
2. চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, "চিরচিহ্ন" বলতে কবি কী বুঝিয়েছেন? 
উত্তরঃ- সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শাসকের অত্যাচারে অপমানে, যুগ যুগ ধরে ক্ষতবিক্ষত আফ্রিকার কলঙ্কিত ইতিহাসকে -  কবি 'চিরচিহ্ন' শব্দটির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
3. উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কী ঘটেছিল?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের "আফ্রিকা" কবিতায় উদ্ভ্রান্ত আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে তাঁর সৃষ্টিকে নিখুঁত করার জন্য সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন।
4. "এল মানুষ ধরার দল" এখানে মানুষ ধরার দল বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুরের "আফ্রিকা" কবিতায় নির্মম অত্যাচারী ও দাসব্যবসায়ী ঔপনিবেশিক শ্বেতাঙ্গ শাসককে কবি 'মানুষ ধরার দল' বলেছেন।
5. 'শিশুরা খেলছিল মায়ের কোলে' - কোন কবিতার অংশ?
উত্তরঃ- প্রশ্নে উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা "আফ্রিকা"কবিতা থেকে নেওয়া হয়েছে।
6. ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, 'আফ্রিকা' কে তাকে ছিনিয়ে নিয়ে গেল?
উত্তরঃ- 'আফ্রিকা' কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন। 
7. 'হায় ছায়াবৃতা', কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন কেন?
উত্তরঃ- মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একদিকে অবশিষ্ট পৃথিবীর জ্ঞানালোক থেকে বিচ্ছিন্ন হয়, আবার অন্যদিকে দুর্গম ও আদিম জঙ্গলাকীর্ণ প্রকৃতি তাকে "ছায়াবৃত" বলা হয়।
8. "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে", ওরা কারা?
উত্তরঃ- "আফ্রিকা" কবিতায় 'ওরা' বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দি করে ব্রীতদাসে পরিণত করেছিল।
9. কবির সংগীতে বেজে উঠেছিল, কী বেজে উঠেছিল?
উত্তরঃ- কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'আফ্রিকা' কবিতায় কবির সংগীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা।
10. "কৃপণ আলোর অন্তঃপুরে" - এর অর্থ কী?
উত্তরঃ- 'কৃপণ আলোর অন্তঃপুরো' কথাটির অর্থ যেখানে আলোর প্রবেশপথ সুগম নয়। অর্থাৎ উদ্ধৃতাংশটি জঙ্গলময় আফ্রিকার দুর্গম ও অন্ধকার রহস্যময়তার প্রতীক হিসেবে উপস্থিত। 

প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে "Africa Kobita MCQ & SAQ Questions" গুরুত্বপূর্ন সেই প্রশ্নোত্তর শেয়ার করলাম, এছাড়াও এর পাশাপাশি আপনাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তাহলে যে ধরণের প্রশ্ন আসুক আপনারা লিখতে পারবেন। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading আফ্রিকা কবিতা : MCQ & SAQ প্রশ্নোত্তর || Africa Kobita MCQ & SAQ Questions and Answers || Madhyamik Bengali Suggestion 2023

Previous
« Prev Post

1 comment:

  1. আফ্রিকার মধ্যে এতো বনাঞ্চল ছিল যে আফ্রিকার মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে পারেনা তাই আফ্রিকাকে কৃপণ আলো বলা হয়েছে

    ReplyDelete