learningtips.in

learningtips.in is an education blog site. We provide Book Review, Education,Gov Jobs,All Scholarship, Tech News, Computer Basic Knowledge, And Various Information about Career.

Thursday, May 26, 2022

মাধ্যমিক বাংলা সাজেশন 2023 || অসুখী একজন কবিতা MCQ ও SAQ প্রশ্ন সহ উত্তর // asukhi ekjon kobita question answer খুব গুরুত্বপূর্ণ!

  learningtips.in       Thursday, May 26, 2022
কবি পাবলো নেরুদা লেখা "অসুখী একজন" কবিতায় মাধ্যমিক বাংলা 2023 এর খুব গুরুত্বপূর্ণ MCQ ও SAQ প্রশ্ন সহ উত্তর আজকে আমরা আলোচনা করবো। এই কবিতা থেকে বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। যেগুলো পড়লে তোমরা কিন্ত অসুখী একজন কবিতা MCQ ও SAQ যে ধরণের প্রশ্ন আসুক সেই প্রশ্নের উত্তর খুব সহজে লিখতে পারবে। এই "asukhi ekjon kobita" কবি যুদ্ধের যে ভয়ংকর রুপ প্রকাশ করেছেন এবং মূল সারাংশ থেকে যে প্রশ্ন গুলো পাবেন সেগুলো দেখুন।
asukhi ekjon kobita question answer

Asukhi ekjon kobita [MCQ]

1. 'অসুখী একজন' কবিতার লেখক বা কবি কে?
উত্তর:- কবি পাবলো নেরুদা।
2. কবি 'পাবলো নেরুদা' প্রকৃত নাম কি? 
উত্তর:- নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।
3. পাবলো নেরুদা কোন দেশের কবি?
উত্তর:- চিলি। 
4. 'অসুখী একজন' কবিতাটির প্রকৃত নাম কি?
উত্তর:- 'La Desdichada'।
5. 'La Desdichada' কবিতাটি কোন মুল গ্রন্থের অন্তর্গত? 
উত্তর:- 'Extravagaria' কাব্যগ্রন্থের অন্তর্গত।
6. 'অসুখী একজন' কবিতাটিতে মোট পঙ্ক্তি সংখ্যা কত?
উত্তর:- 32 টি
7. 'নেমে এল তার মাথার উপর।' - কী নেমে এল?
উত্তর:- বছর।
8. 'অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে'- কোথায় দাঁড় করিয়ে রাখে?
উত্তর:- দরজায়। 
9. 'বছরগুলো নেমে এল তার মাথার উপর।' - কীসের মতো?
উত্তর:- পাথরের মতো।
10. 'বৃষ্টিতে ধুয়ে দিল' - বৃষ্টিতে কী ধুয়ে দিল?
উত্তর:- পায়ের দাগ।
11. 'তারপর যুদ্ধ এল' - কীসের মতো? 
উত্তর:- রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো।
12. 'যেখানে ছিল শহর /সেখানে ছড়িয়ে রইল' - কী ছড়িয়ে রইল?
উত্তর:- কাঠকয়লা।
13. 'পড়ল মন্দির থেকে টুকরো হয়ে' -কি পড়ল মন্দির থেকে?
উত্তর:- শান্ত হলুদ দেবতারা।
14. 'যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি' - বাদ্যটি কি? 
উত্তর:- জলতরঙ্গ।
15. 'তারা আর স্বপ্ন দেখতে পারল না' - কারা স্বপ্ন দেখতে পারল না?
উত্তর:- শান্ত হলুদ দেবতারা।
16. 'অসুখী একজন' কবিতায় কার মৃত্যু হলো না।?
উত্তর:-  কথকের জন্য অপেক্ষারত মেয়েটির মৃত্যু হলো না।
17. একটা _____ আর একটা বছর কেটে গেল? 
উত্তর:- সপ্তাহ।
18. 'অসুখী একজন' কবিতায় বীভৎস মাথা' - বীভৎস মাথাগুলি আসলে কি? 
উত্তর:- মৃত পাথরের মূর্তির। 
19. 'সেই মেয়েটির মৃত্যু হল না'- সেই মেয়েটি কে?
উত্তর:- স্বদেশ ভূমি।
20. 'যেখানে আমি _____ বিছানায় ঘুমিয়েছিলাম' অসুখী একজন কবিতায় কবি কোন বিছানায় ঘুমিয়েছিলন?
উত্তর:- ঝুলন্ত বিছানায়।

Asukhi ekjon kobita [SAQ]

1. কবি পাবলো নেরুদা লেখা "অসুখী একজন" কবিতাটি কে বাংলায় তরজমা করেছিলেন?
উত্তর:- কবি পাবলো নেরুদা লেখা "অসুখী একজন" কবিতাটি বাংলায় তরজমা করেছিলেন নবারুণ ভট্টাচার্য।
2. "পাবলো নেরুদা" কত খ্রিস্টাব্দে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:- পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে এবং সাহিত্যে বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
3. 'আমি তাকে ছেড়ে দিলাম'- কে? কাকে ছেড়ে দিলেন?
উত্তর:- কবি পাবলো নেরুদা লেখা "অসুখী একজন" কবিতায় 'আমি' অর্থাৎ স্বয়ং কবি পাবলো নেরুদা, তিনি মাতৃভূমি ছেড়ে আসার সকল বেদনার্ত মানুষের প্রতিনিধি ও কবি তাঁর প্রিয় নারী তথা স্বদেশভূমির ভালোবাসার বন্ধনকে ছেড়েদিলেন।
4. 'তারপর যুদ্ধ এল'- এখানে কোন্ যুদ্ধের কথা বলা হয়েছে?
উত্তর:- এখানে স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে।
5. সেখানে ছড়িয়ে রইল 'কাঠ কয়লা'- কোথায় কাঠ কয়লা ছড়িয়ে ছিল?
উত্তর:- যেখানে আগে বড় শহর ছিল, যুদ্ধের পর সেখানে কাঠ কয়লা ছড়িয়ে রইল।
6. 'রক্তের একটা কালো দাগ'- কালো দাগ হওয়ার কারণ কী?
উত্তর:- কবি পাবলো নেরুদা লেখা 'অসুখী একজন' কবিতায় রক্তের দাগ শুকিয়ে গেলে কালো হয়ে যায়। যুদ্ধ ক্রমান্বয়ে হত্যা করে, রক্ত ঝরায়। রক্তের কালো দাগ সেই হত্যার দুঃখময় স্মৃতি চিহ্ন।
7. 'সব চূর্ন হয়ে গেল'- কী কী চূর্ন হয়েছিল?
উত্তর:- সব চূর্ন হয়ে গেল অর্থাৎ এখানে কথকের বাড়ি, তার বারান্দা, একদা ঝুলন্ত বিছানায় যেখানে তিনি ঘুমিয়েছিলেন এবং সেই গোলাপি গাছ যার ছিল ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ ও চূর্ন হয়েছিল।
8. 'উল্টে পড়লো মন্দির থেকে'- এখানে কি কি উল্টে পড়ার কথা বলা হয়েছে?
উত্তর:- কবি পাবলো নেরুদা লেখা 'অসুখী একজন' কবিতায় হাজার বছর ধরে ধ্যানেমগ্ন শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে।
9. 'সেই মিষ্টি বাড়ি'- মিষ্টি বাড়ির পরিবেশ কী কী ছিল বিবরণ দাও?
উত্তর:- কবি পাবলো নেরুদা লেখা 'অসুখী একজন' কবিতায় সেই মিষ্টি বাড়ির পরিবেশে ছিল বারান্দা, ও সেখানে ঝুলন্ত বিছানায় কবি একদা ঘুমোতেন। আর ছিল গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ। 
10. সেই 'মেয়েটির মৃত্যু হল না'- মেয়েটির মৃত্যু হল না কেন?
উত্তর:- কবি পাবলো নেরুদা লেখা 'অসুখী একজন' কবিতায় বাড়ির প্রিয় নারী হলেন, 'সেই মেয়েটি' এবং সে ছিল কবির স্বদেশভূমি।

প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে asukhi ekjon kobita mcq&saq question answer গুরুত্বপূর্ন প্রশ্নসহ উত্তর শেয়ার করলাম, এছাড়াও এর পাশাপাশি আপনাকে টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে তাহলে যে ধরণের প্রশ্ন আসুক আপনারা লিখতে পারবেন। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট Follow করুন।
Share Post


logoblog

Thanks for reading মাধ্যমিক বাংলা সাজেশন 2023 || অসুখী একজন কবিতা MCQ ও SAQ প্রশ্ন সহ উত্তর // asukhi ekjon kobita question answer খুব গুরুত্বপূর্ণ!

Previous
« Prev Post

No comments:

Post a Comment